ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বাবর-কোহলি লড়াইয়ে ‘নিরপেক্ষ’ অবস্থানে হাফিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৪ অক্টোবর ২০২৩  
বাবর-কোহলি লড়াইয়ে ‘নিরপেক্ষ’ অবস্থানে হাফিজ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাবর আজম ও বিরাট কোহলির মাঝে ‘কে সেরা?’ নিয়ে তুমুল বিতর্ক। তবে সেদিক যাচ্ছেন না সাবেক পাকিস্তানি অধিনায়ক মোহাম্মাদ হাফিজ। দুই প্রতিভাবান ক্রিকেটারের পার্থক্যে নিরপেক্ষ অবস্থানে থাকলেন সাবেক এই ক্রিকেটার।

এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হাফিজ বলেন, ‘আমি এসব তুলনায় বিশ্বাসী নই। আমি একজনের সঙ্গে অন্য কাউকে তুলনা করি না। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পরিচয়, কৌশল ও দর্শকদের বিনোদন দেওয়ার ধরন আছে। বাবর আজম ও কোহলির ক্ষেত্রেও তাই।’

সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, ‘যারা কোহলির সঙ্গে বাবরের তুলনা করেন, তাদের উদ্দেশ্যে বলবো এমন তুলনার কোনো প্রয়োজন নেই। একজন প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে আরেকজন প্রতিভাবান ক্রিকেটারের তুলনা করা মোটেই উচিত নয়।’

পার্থক্য বাদ দিয়ে ভক্তদের খেলা উপভোগ করার আহবান জানিয়েছেন হাফিজ, ‘বিরাট ও বাবর দুজনেই এই খেলাটির সৌন্দর্য্য বাড়াচ্ছেন। আমরা সবাই চাই যে তারা যতটা সম্ভব বেশিক্ষণ মাঠে থাকুক। তারা নিজস্ব স্টাইলে খেলে ভক্তদের বিনোদিত করুক। আসুন তাদের খেলা উপভোগ করি।’

আজ বিশ্বকাপে আহমেদাবাদে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আসরে দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ভারত তাদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও এশিয়ার উদীয়মান পরাশক্তি আফগানিস্তানকে। 

অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৪৪ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। আজ ভারতের বিপক্ষে তাই ফুরফুরে মেজাজেই খেলতে নামবে বাবরের দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়