ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শানাকার বিশ্বকাপ শেষ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১৪ অক্টোবর ২০২৩  
শানাকার বিশ্বকাপ শেষ

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। উরুর ইনজুরির কারণে তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে চামিকা করুণারত্নেকে।

এ বিষয়ে এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘পুরুষ ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি দাসুন শানাকার পরিবর্তে শ্রীলঙ্কা দলে চামিকা করুণারত্নেকে নেওয়ার বিষয়টিকে অনুমোদন দিয়েছে।’

গেল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচে উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েন শানাকা। এই ইনজুরি থেকে সেরে উঠতে ৩২ বছর বয়সী অধিনায়কের কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। যে কারণে তিনি আর খেলতে পারবেন না বিশ্বকাপে।

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে শ্রীলঙ্কা। সোমবার পরবর্তী ম্যাচে লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। অজিরাও তাদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে। তারা আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়