ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুক্ত হলো ক্রিকেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৬ অক্টোবর ২০২৩  
লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যুক্ত হলো ক্রিকেট

গুঞ্জনটা আগেই শোনা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক গেমসে যুক্ত হলো ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

আজ মুম্বাইয়ে আইওসির এক সংবাদ সম্মেলনে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির কথা জানানো হয়। এর ফলে সোয়া’শ বছর পর আবারও অলিম্পিকে ফিরলো ক্রিকেট। সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা দেখা গিয়েছিল। 

লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ২০২৮ সালের আসরে ক্রিকেট ছাড়া আরও চারটি খেলা যুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং লাকরোস। গত সপ্তাহেই আইওসির পক্ষ থেকে ক্রিকেটসহ নতুন পাঁচটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অনুমোদন দেওয়া হয়।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চেয়ারম্যান কেসি ওয়াসারমান ক্রিকেটে ছয় দলের ইভেন্টের প্রস্তাব করেছেন। নারী এবং পুরুষ দুই বিভাগেই খেলা হবে। তবে কতটি দল অংশ নেবে বা কীভাবে দলগুলো ঠিক হবে তা চূড়ান্ত হয়নি।এ ব্যাপারে নিজেদের প্রস্তাব আয়োজকদের জানিয়েছে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়