ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

এক ওভারে সবুজ আলীর ৬ ছক্কা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৬ অক্টোবর ২০২৩  
এক ওভারে সবুজ আলীর ৬ ছক্কা

ঘরোয়া ক্রিকেটে এতোদিন ধরে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কীর্তি ছিল নাঈম ইসলামের। ২০০৯ সালের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাঈম এই কীর্তি গড়েন মার্শাল আইয়ুবকে ছয় ছক্কা মেরে। ২০২৩ সালে এবার একই কীর্তি গড়লেন তৃতীয় বিভাগের ক্রিকেটার সবুজ আলী।

সবুজ খেলেন ধানমণ্ডি ক্রিকেট ক্লাবের হয়ে। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে তিনি ছয় হক্কা হাঁকান। বোলার ছিলেন ইয়াসিন আরাফাত। এই ওভারে আসে ৩৭ রান।

অথচ শেষ ওভারের প্রথম বলে উইকেটের দেখা পান আরাফাত। এরপর সবুজ এসে টানা চারটি ছয় হাঁকান। পরের বলটি নো হয়। ফ্রি-হিটে একটি বল বেশি পাওয়ায় ছয় বলে ছয় হাঁকানোর সুযোগ কাজে লাগান সবুজ।

৪৯ ওভারে ২৪০ থেকে এক লাফে রান হয়ে যায় ২৭৭। জবাবে তাড়া করতে নেমে ২০৮ রানে অলআউট হয় নারায়াণগঞ্জ। সবুজ বল হাতেও নেন ২ উইকেট। ম্যাচসেরা হন ধানমণ্ডির হয়ে সেঞ্চুরি করা আবু তায়হান।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়