ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১৬ অক্টোবর ২০২৩   আপডেট: ২৩:০৬, ১৬ অক্টোবর ২০২৩
তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া 

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয় বিশ্বকাপ। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে আবার হার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রাটা শুরু হয় এমন অপ্রত্যাশিতভাবে। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলো অজিরা।

লক্ষ্ণৌতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ সোমবার (১৬ অক্টোবর) ৫ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করতে নেমে ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তাড়া করতে নেমে ৮৮ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কামিন্সবাহিনী।

দুনিথ বেলালাগেকে লং অনে ছয় মেরে জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়েনিস। এই ছয়ের সঙ্গে যেন অস্বস্তিও আছড়ে পড়েছে বাউন্ডারির বাইরে। স্টয়েনিস ১০ বলে ২০ ও গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আরো পড়ুন:

রান তাড়া করতে নেমে অবশ্য অজিদের শুরুটা ভালো হয়নি। এক প্রান্তে মিচেল মার্শ আগলে রাখলেও অন্য প্রান্তে দ্রুত সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (১১) ও স্টিভেন স্মিথ (০)। মার্নাস ল্যাবুশেনকে নিয়ে প্রতিরোধ গড়েন মার্শ। দুজনের জুটি থেকে আসে ৫৬ রান।

মার্শ ৫২ রানে রান আউট হয়ে মাঠ ছাড়লে ভাঙে এই জুটি। এরপর জস ইংলিসকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন ল্যাবুশেন। ৪০ রানে ল্যাবুশেন ফিরলেও ইংলিস আউট হন ৫৮ রানে। এই জুটিতে জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাচ শেষ করে আসেন ম্যাক্সওয়েল-স্টয়নিস।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দিলশান মদুশঙ্ক। ১টি উইকেট নেন বেলালাগে।

এর আগে দুর্দান্ত শুরু করেও অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে মাত্র ২০৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই স্পিনার। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। 

অথচ শুরুটা হয়েছিল কী দারুণ। নিসাঙ্কা-পেরেরা সাবধানী শুরুর পর ঝড় তোলেন। ওপেনিং জুটি থেকে আসে ১২৫ রান। ৬৭ বলে ৬১ রান করে নিসাঙ্কা আউট হলেও রানের চাকা সচলই ছিল। দারুণ খেলতে থাকা পেরেরার ব্যাটে ছুটছিল রানের ফোয়ারা। ৮২ বলে ৭৮ রান করে তার আউটের পরই শুরু হয় উইকেটের মিছিল।

দৃশ্যপটে আসেন জাম্পা। একের পর এক সাজঘরে পাঠান লঙ্কান ব্যাটারদের। পরপর ২ বলে নিয়েছেন ২ উইকেট। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। চারিথ আসালাঙ্কা এক প্রান্তে আগলে রেখেছিলেন, কিন্তু সতীর্থদের আসা যাওয়ার মিছিলে তিনি হাত খুলে খেলতেই পারেননি।

৩৯ বলে ২৫ রানে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে সাজঘরে ফেরেন আসালাঙ্কা। মাঝে আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। দুজন ফেরেন খালি হাতে, শূন্য রানে। শানাকার পরিবর্তে নেতৃত্ব পাওয়া কুশল মেন্ডিস দায়িত্বভার নিতে পারেননি। আউট হন মাত্র ৯ রানে।

তৃতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়া প্রথম জয়ের দেখা পেলেও শ্রীলঙ্কা হারে সমান ম্যাচের প্রত্যেকটিতেই। এর মধ্যে দিয়ে একটি বাজে রেকর্ডেও গড়েছে তারা। বিশ্বকাপে হারের দিক থেকে জিম্বাবুয়েকে ছুঁয়েছে লঙ্কানরা। এতদিন সর্বোচ্চ ৪২ হার নিয়ে শীর্ষে ছিল জিম্বাবুয়ে। আজকের শ্রীলঙ্কার হারও সমান হয়ে গেল।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়