ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৫৯, ১৭ অক্টোবর ২০২৩
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস 

চলমান বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রোটিয়াদের আমন্ত্রণে ব্যাটিং করবে নেদারল্যান্ডস।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তবে বৃষ্টি বাধায় এখন ম্যাচ গড়াবে কার্টেল ওভারে। কভার সরানো হলে আবহাওয়ার পরিস্থিতি বুঝে নির্ধারণ করা হবে ম্যাচের ওভার।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে এখনও জয়ের দেখা পায়নি নেদারল্যান্ডস। কেবল বিশ্বকাপ ইতিহাস নয়, ওয়ানডে ফরম্যাটেই কখনো ডাচদের বিপক্ষে হারের রেকর্ড নেই প্রোটিয়াদের। 

আরো পড়ুন:

এখন পর্যন্ত সব মিলিয়ে ৭ বারের দেখায় ৬ জয় দক্ষিণ আফ্রিকার। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সবশেষ ৫ ওয়ানডের সবকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে ৩ হারের বিপরীতে নেদারল্যান্ডসের জয় ২টিতে। তাতে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টেম্বা বাভুমার দল। 

তবে সবকিছু পরিসংখ্যান দিয়ে বিচার করা সম্ভব নয়। বিশ্বকাপের মূলমঞ্চে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মতো দেশকে পেছনে ফেলে এসেছে ডাচরা। সে হিসেবে যেকোনো অঘটন ঘটাতে পারে দলটি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়