ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

মালদ্বীপকে হারিয়ে ‘সেভ ফিলিস্তিন’ পতাকা হাতে বিশ্বনাথ ঘোষ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১৭ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৩৩, ১৭ অক্টোবর ২০২৩
মালদ্বীপকে হারিয়ে ‘সেভ ফিলিস্তিন’ পতাকা হাতে বিশ্বনাথ ঘোষ

ঘরের মাঠে মালদ্বীপকে বিশ্বকাপের প্রাক বাছাইয়ে হারানোর পর কিংস অ্যারেনায় চলছিল লাল-সবুজের জয়োৎসব। পুরো দল গ্যালারির পাশ দিয়ে উপস্থিত দর্শকদের সঙ্গে উৎসবে শামিল হন। এ সময় দেখা মেলে অন্যরকম দৃশ্যের।

উৎসবের মিছিলে বাংলাদেশের পতাকা হাতে ছিলেন ১ গোল দেওয়া রাকিব। রাকিবের সতীর্থ বিশ্বনাথ ঘোষের হাতে দেখা যায় যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের পতাকা। তাতে লেখা, ‘সেভ প্যালেস্টাইন।’

ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এখন বিশ্বব্যাপী সবচেয়ে বড় আলোচিত বিষয়। নানা অঙ্গনের তারকারা পাশে দাঁড়াচ্ছেন ফিলিস্তিনের। কয়দিন আগে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সহমর্মিতা প্রকাশ করেন। এবার শামিল হলো বাংলাদেশ ফুটবল দলও।

আরো পড়ুন:

প্রাক বাছাইয়ের দ্বিতীয় লেগে আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) ২-১ গোলে মালদ্বীপকে হারায় বাংলাদেশ। ১টি করে গোল করেন রাকিব-ফাহিম। এর আগে মালদ্বীপে প্রথম রাউন্ড ১-১ গোলে ড্র হয়েছিল। আজ দুই দলের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। হেরে যাওয়ায় আগামী এক বছর মালদ্বীপ কোনো ম্যাচ পাবে না।

এদিকে বাংলাদেশ খেলবে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ৬টি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়