ঢাকা     শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৬ ১৪৩১

পাকিস্তানে পুরুষ দলে নিয়োগ পেলেন নারী কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১৭ অক্টোবর ২০২৩  
পাকিস্তানে পুরুষ দলে নিয়োগ পেলেন নারী কোচ

পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আয়ারল্যান্ডের ক্যাথেরিন ডাল্টন। দেশটির ইতিহাসে তিনিই প্রথম নারী কোচ হিসেবে নিয়োগ পেলেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরুষ দলের প্রথম নারী বোলিং কোচও হয়েছেন তিনি।

শুধু তাই নয়, শোনা যাচ্ছে ইংল্যান্ডের নারী বোলার অ্যালেক্স হার্টলিও যোগ দিবেন মূলতানে। তাদের আগে চলতি বছরের শুরুতে মুলতান সুলতানসে প্রথম নারী মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হিজাব জাহিদ।

নারী বোলিং কোচ ডাল্টন আয়ারল্যান্ড ছাড়াও কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স ও এসেক্সের হয়ে খেলেছিলেন। অবশ্য এর আগে তিনি পাকিস্তানে কাজ করেছেন। সেটাও অবশ্য মুলতান সুলতানসের মালিক আলী তারিনের ক্রিকেট একাডেমিতে। সেখানে ৩০ বছর বয়সী এই কোচ মোহাম্মদ ইলিয়াস, আরশাদ ইকবাল, সামিন গুলদের নিয়ে কাজ করেছিলেন।

আরো পড়ুন:

নিয়োগ পেয়ে ডাল্টন বলেন, ‘আমি জানি এটা নতুন একটি নজির হতে যাচ্ছে। আমি এও জানি এটা বিশ্ব ক্রিকেটে দারুণ প্রভাব ফেলবে। আমাকে দেখে অনেক নারী ক্রিকেটার কোচিং পেশায় আসতে অনুপ্রাণিত হবে। এটা দেখে যে পুরুষদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নারীদের কাজ করার সুযোগ আছে।’

‘অবশ্য এর আগে আমি অনেক প্রথম শ্রেণির পুরুষ খেলোয়াড়দের নিয়ে কাজ করেছি। আগামী মাসে আমার বয়স ৩১ হবে। কোচিং পেশায় আমি অবশ্য আগে-ভাগেই প্রবেশ করেছি। বলা যায় যখন খেলতে শুরু করেছি তখন থেকেই।’ যোগ করেন ডাল্টন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়