ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

ভারতের ভাবনায় নেই সাকিব, তাসকিনের স্তুতি

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৮ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:০৫, ১৮ অক্টোবর ২০২৩
ভারতের ভাবনায় নেই সাকিব, তাসকিনের স্তুতি

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন সাকিব আল হাসান। ২০০৭ সালে শুরু হয়েছিল পথচলা। শুরুতেই ইতিহাসের অক্ষয় কালিতে লিখিয়ে নেন নিজের নাম। পোর্ট অব স্পেনে বিশ্বকাপে ভারতকে হারায় বাংলাদেশ। সাকিব ছিলেন সেই দলের গর্বিত সদস্য। জেতাতে অবদানও রেখেছিলেন। ৫৩ রানের ইনিংস খেলে চমকে দেন সবাইকে।

পরের চার বিশ্বকাপেও ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাকিবের পারফরম্যান্সে ছিল ধারাবাহিকতা। ২০১৯ বিশ্বকাপে বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬৬ রান করেন। ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে করেছিলেন কেবল ১০। এর আগে ২০১১ বিশ্বকাপে ১ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ৫৫ রান। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ২২ ওয়ানডেতে ৭৫১ রান ও ২৯ উইকেট পেয়েছেন সাকিব। যেখানে রয়েছে দুটি ম্যাচ জেতানো পারফরম্যান্স। ২০১২ সালে এশিয়া কাপে ঢাকায় ৪৯ রানের ঝড়ো ইনিংস এবং সবশেষ মুখোমুখিতে ৮০ রান ও ১ উইকেট পেয়েছেন। 

পারফরম্যান্সের দিক থেকে সাকিব ভারতের বিপক্ষে বেশ সফল। কিন্তু বৃহস্পতিবার তার মাঠে নামা, না নামা নিয়ে তেমন উদ্বিগ্ন নয় ভারতীয় শিবির। নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে চোট পাওয়ায় সাকিবকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও গতকাল অনুশীলনে সাকিব ছিলেন ফুরফুরে মেজাজে। বাঁহাতি ব্যাটসম্যান দিব্যি নেটে বল উড়িয়েছেন এদিক-সেদিক। তবে মাঠে না নামা পর্যন্ত তাকে নিয়ে অনিশ্চিয়তা কাটছে না। এজন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন:

দুই দলে লড়াইয়ের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতের পেস বোলিং কোচ প্রাবীন মাব্রে। সেখানে সাকিবকে নিয়ে উঠেছিল কথা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে প্রশংসায় ভাসালেও তাদের ভাবনায় সাকিব নেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।

‘সত্যি বলতে, তাকে  (সাকিব) নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সবাই জানি, সে কতটা ভালো খেলোয়াড়। বাংলাদেশের জন্য কতটা সফল সে। সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। বেশ সামর্থব্যান। দলের হয়ে ব্যাটিং করতে পারে। বোলিং করতে পারে। পাওয়ার প্লে’তেও বোলিং করে। বেশ ভালোমানের বোলার যাকে আপনার তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। কিন্তু আমাদের জন্য এটা বিষয় না (সাকিবকে পাওয়া যাবে নাকি যাবে না)। আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা হলো, আমরা আমাদের প্রস্তুতি নেব, সেটা মাঠে কাজে লাগাবো। কারণ আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।’

আলোচনায় এসেছিল বাঁহাতি স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতাও। ম্যাচ-আপে বাঁহাতি স্পিনার সাকিব বাড়তি সুবিধা পাবেন সেই ধারণা করছেন সবাই। কিন্তু তার অনুপস্থিতিতি বাড়তি সুবিধা পাবে ভারত সে-ও বলা হচ্ছে। এ নিয়ে প্রবীন মাব্রে বলেছেন, ‘দেখুন, যখন আপনি ব্যাটসম্যান হিসেবে খেলবেন; কখনো বা কোথাও আপনাকে কারও বিপক্ষে খেলতেই হবে। যদি আপনি ম্যাচ-আপের দিকে তাকান, কিছু ম্যাচ-আপ আপনাকে বলবো সে এটার বা ওই খেলোয়াড় বা বিশেষত বোলারের বিপক্ষে দুর্বল। কিন্তু আমার মনে হয় না এমন কোনো আলাপ আমাদের ভেতর হয়েছে।’

ভারতের পেস বোলিংয়ের বিপ্লব ঘটিয়েছিলেন ভারত অরুন। তার হাত ধরেই সামি, বুমরাহ, ভুবনেশ্বর, হার্দিক পান্ডিয়াদের উন্নতি হয়েছে। সেই ধারাবাহিকতা এখন ধরে রেখেছেন মাব্রে। ভারতের পেস বোলিং কোচ বাংলাদেশের পেস আক্রমণ নিয়েও স্তুতি ছড়ালেন। বিশেষ করে তাসকিন আহমেদকে মনে ধরেছে তার।

‘তাসকিন শেষ কয়েক বছরে যা করে দেখিয়েছে সেটাই আমরা সবাই দেখেছি। আমি মনে করি, বিশ্বে ছড়িয়ে থাকা ভালোমানের দ্রুতগতির বোলারদের মধ্যে সেও একজন। সে ভালো খেলেছে, পারফর্ম করেছে ভিন্ন ভেন্যুতে, ভিন্ন আবহাওয়াতে। পাশাপাশি বাংলাদেশেও। কারণ, সেখানে পারফর্ম করা সহজ নয়। পেসারদের জন্য বলার মতো কিছু থাকে না। কিন্তু সে যা করেছে সত্যিই ভালো বোলারের পক্ষে করা সম্ভব।’

‘বাকিদের নিয়ে যেটা বলবো, আপনি যখন আন্তর্জাতিক দলের স্কোয়াডে থাকবেন, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবেন, তার মানে আপনি অন্যদের চেয়ে আলাদা, ভালো। ওদের স্পিনাররাও কিন্তু বেশ ভালো। দলে দুজন মেহেদী রয়েছে। দুজনই স্পিনার। তারা ভালো করছে। স্কোয়াড বেশ ভালো এবং তাদের বোলিং অ্যাটাকও।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়