ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

সাকিবের জন্য অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৮ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:২২, ১৮ অক্টোবর ২০২৩
সাকিবের জন্য অপেক্ষায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে মাঠে নামতে বাকি নেই ২৪ ঘণ্টাও। অথচ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে সংশয়। ঊরুর চোট কাটিয়ে সাকিব ঠিকঠাক মাঠে অনুশীলন চালিয়ে গেলেও পুরো একশ ওভার খেলার অবস্থায় আছেন কিনা তা দেখার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।

বুধবারের ঐচ্ছিক অনুশীলনে সাকিব আসেননি। হোটেল থেকে বেরিয়ে কেবল স্ক্যান করাতে গিয়েছিলেন হাসপাতালে। এরপর হোটেলে ফিরে আসেন। তার সেই রিপোর্টের অপেক্ষায় দল।

শুধু তাই নয়, নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর বল হাতে নেননি সাকিব। বোলিংয়ে কোনো জড়তা আছে কিনা তা দেখা হবে ম্যাচের দিন সকালে। তাই সাকিবকে এখনই পাওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত মন্তব্য করতে চাইলেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আরো পড়ুন:

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে। অবধারিতভাবেই সাকিবকে নিয়েই উঠে প্রথম প্রশ্ন। উত্তরে হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। রানিং বিটুউন দ্য উইকেটও ভালো ছিল। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। বোলিংয়ে কোন অবস্থায় আছে তা দেখা হয়নি। আগামীকাল সকালে ম্যাচের আগে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। যদি শতভাগ ফিট না থাকে তাহলে কোনো ঝুঁকি আমরা নিচ্ছি না। ফিট থাকলে সে খেলবে।’

নিউ জিল্যান্ডের বিপক্ষের ম্যাচে ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান পান সাকিব । তখনই বেশ অস্বস্তিতে ছিলেন। এরপর ১০ ওভার বোলিং করে ম্যাচ শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। গতকাল নেটে ফিরে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটিয়েছেন। শুরুতে টাইমিং মেলাতে সমস্যা হলেও পরে থিতু হয়ে দারুণ ইনটেনসিটি দেখিয়েছেন। তাতে মনে হচ্ছিল আজ তাকে পাওয়ার চূড়ান্ত ঘোষণা আসবে। কিন্তু কোচ অপেক্ষায় রাখলেন।

এর পেছনে কারণও আছে। বিশ্বকাপে বাংলাদেশের এখনও ছয় ম্যাচ বাকি। ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচের পরও পাঁচ ম্যাচ থাকবে। নিজেদের লক্ষ্য সেমিফাইনাল যেতে ওই ম্যাচগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশ। যেখানে সবগুলো ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে। তাই সাকিবকে নিয়ে ঝুঁকি নেবে না দল, ‘প্রথমত মেডিকেল বিভাগ তাদের মতামত জানাবে। তারা সবুজ কিংবা লাল সংকেত দেবে। খেলোয়াড় কোন অবস্থায় আছে সেই চিত্রটা তারাই দেবে। তারা যদি অনুভব করে ঝুঁকি নেই তাহলে খেলোয়াড়ের মতামত জানতে চাওয়া হবে। সে খেলতে চাচ্ছে নাকি চাচ্ছে না। এরপর কোচ ও খেলোয়াড় সিদ্ধান্ত নেবেন।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়