ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

পোর্ট অব স্পেন কি পুনেতে ফিরবে?

ইয়াসিন হাসান, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১৮ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:৫৪, ১৮ অক্টোবর ২০২৩
পোর্ট অব স্পেন কি পুনেতে ফিরবে?

তুমি কেমন কোচ? 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘মউকা মউকা’ বিতর্ক ঘেরা উন্মাদনা, নাকি সেসব থেকে নিজে ও খেলোয়াড়দের দূরে রেখে অন্য কোনো উপায়ে তাদের উদ্বুদ্ধ করা কেউ?

ইন্ডিয়ান এক্সপ্রেসে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে চন্ডিকা হাথুরুসিংহের মুখে এক চিলতে হাসি। উত্তর দেওয়া শুরু করলেন এভাবে, ‘আমি মনে করি বাংলাদেশের সাংবাদিকরা আমার থেকে এ কথাটা আগে শুনেছে। দেখুন, আপনি যদি আপনার দেশের হয়ে খেলতে অনুপ্রাণিত না হন তবে আপনার অন্য কোনো অনুপ্রেরণার প্রয়োজন নেই। তাহলে তার এখানে থাকারই প্রয়োজন নেই।’

বাংলাদেশের ক্রিকেটে ওয়ানডে বাক বদলের কোচ হাথুরুসিংহে। ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডেতে দল যেভাবে পাল্টে গিয়েছে তা এই শ্রীলঙ্কান কোচের হাত ধরেই। অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশের ব্যাট-বলের যুদ্ধ, এরপর দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয় এবং পরবর্তীতে ঘটে যাওয়া নানা ঘটনা সবকিছুরই সাক্ষী হাথুরুসিংহে। সেই সময়েও কোচ নিজের খেলোয়াড়দের এই বিতর্ক, উন্মাদনা, উত্তেজনা থেকে দূরে রেখেছেন। 

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগেও খেলোয়াড়দের উদ্দেশ্যে তার বার্তা পরিস্কার, ‘প্যাশন, ক্রিকেটের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে নিবেদন। তাই নয় কি? সেটা এই দলে, এই দেশে রয়েছে। যেটা আমি ভালোবাসি। এছাড়া বাইরের কিছু আমাকে প্রভাব ফেলে না। তাই এখানে কাজ করেও আনন্দ আছে। আমি আমার কাজ নিয়ে আবেগতাড়িত নই। আমি কাজটাই করে যাই শুধু। খেলোয়াড়দের উদ্দেশেও আমার একই বার্তা। নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করে নাও যেন মাঠে গিয়ে তোমার থেকে সেরা অন্য কেউ না হতে পারে। এইতো।’

২০১৫ বিশ্বকাপের পর ভারত ও বাংলাদেশের ওয়ানডে মুখোমুখিতে ঘিরে যে উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে তা টের পান ক্রিকেটাররাও। তবে ক্রিকেটাররা পেশাদার বলেই নিজেদেরকে স্থির রাখতে পারেন, মাঠে শতভাগ নিবেদন দেখাতে পারেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১১ মুখোমুখিতে ভারতের জয় ৬টি, বাংলাদেশের ৫টি। একটি পরিসংখ্যান অবশ্য বাংলাদেশকে বড় স্বপ্ন দেখাতে পারে পুনের ম্যাচকে ঘিরে। শেষ চার ম্যাচের তিনটিতেই বাংলাদেশের জয়। ভারতের একটি। 
তবে প্রতিবেশি এই দুই দলের খেলায় শুধু দর্শকরাই উন্মাদনা বা বিতর্ক ছড়ান না। ক্রিকেট সংশ্লিষ্টরাও জড়িয়ে পড়েন। এই যেমন, ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার কিছুদিন আগে বলেছেন, বাংলাদেশ যদি একশ ভাগ দিয়েও খেলে তবুও তারা ভারতকে হারাতে পারবে না? দায়িত্বশীল এমন কারও বক্তব্য শুনেও হাথুরুসিংহের মাথা গরম হয় না, ‘আমি কেবল আমার দলের থেকে একশ ভাগ চাইতে পারি। এর চেয়ে বেশি কিছু নিয়ন্ত্রণ আমার কাছে নেই। একটা বিষয় পরিস্কার করতে চাই, আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি আমরা যে কাউকে হারাতে পারব।’

২০০৭ বিশ্বকাপের পর দুই দলের মুখোমুখিতে শেষ হাসি হেসেছে কেবল ভারত। ২০১১, ২০১৫, ২০১৯ সবকটিতেই ভারতের জয় জয়কার। অতীত রেকর্ড সুখকর হয়নি। তবে বর্তমান রঙিন হবে না এর নিশ্চয়তা কি? তাইতো পুরোনো ব্যর্থতা ঝেরে বর্তমান রঙিনের অপেক্ষায় হাথুরুসিংহে, ‘আমরা কেবল আগামীকালের ম্যাচ নিয়েই ভাবতে পারি। নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি প্রতিটি ম্যাচ নতুন। প্রতিটি ম্যাচ জেতা সম্ভব। আগে কি হয়েছে, শেষ দুই সপ্তাহে কি হয়েছে সেসব নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের হাতে বিশ্বকাপে ভালো করার জন্য ছয়টি ম্যাচ রয়েছে। ছয় ম্যাচই আমাদের পক্ষে জেতা সম্ভব। এই অনুপ্রেরণাতেই আমরা আগামীকাল মাঠে নামবো এবং নিজেদের সেরা ক্রিকেটটা খেলব।’

পুনেতে ভারতের একটি খারাপ দিন, বাংলাদেশের একটি ভালো দিন এই বিশ্বকাপের হিসেব-নিকেশ পাল্টে দিতে পারে। যেমনটা নেদারল্যান্ডস করেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। পেছনে গেলে দেখা মিলবে আফগানিস্তান হারিয়েছে ইংল্যান্ডকে। এবার বাংলাদেশের পালা। পোর্ট অব স্পেন কি পুনেতে ফিরবে? ওই ম্যাচের নায়ক মাশরাফি বিন মুর্তজা হয়ে কে ফিরবেন মুম্বাই-পুনে মহাসড়কের পাশে মহোৎসবের ম্যাচে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়