ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

আম্পায়ারের ওপর ক্ষুব্ধ হয়ে যা বললেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ১৯ অক্টোবর ২০২৩  
আম্পায়ারের ওপর ক্ষুব্ধ হয়ে যা বললেন ওয়ার্নার

চলমান বিশ্বকাপে এলবিডব্লিউ- এর সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আউট হয়ে রেগেমেগে সাফ জানিয়ে দেন, ক্রিকেটারদের পরিসংখ্যানের মতো আম্পায়ারদের ক্যারিয়ারের সঠিক ও ভুল সিদ্ধান্তের পরিসংখ্যানও মাঠের বড় পর্দায় দেখানো উচিত।

লক্ষ্ণৌতে সোমবার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে ওয়ার্নারকে এলবিডব্লিউ দেন আম্পায়ার জোয়েল উইলসন। ওয়ার্নার রিভিউ নেন। তাতে দেখা যায়, বলটি লেগ স্টাম্পের এক প্রান্ত আলতো স্পর্শ করে যেত। অর্থাৎ উইকেট হিটিংয়ের ক্ষেত্রে ‘আম্পায়ার্স কল’ না হলে ওয়ার্নার আউট হতেন না।

রিভিউ দেখে মেজাজ হারিয়ে ফেলেন অভিজ্ঞ অজি ওপেনার। ব্যাট দিয়ে সজোরে আঘাত করেন প্যাডে। মাঠ ছাড়ার আগে আম্পায়ার উইলসনের দিকে তাকিয়ে চিৎকার করে কিছু একটা বলেনও তিনি। তখন আম্পায়ারকে কী বলেছিলেন, সেটি পরে জানালেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

ম্যাচশেষে এ বিষয়ে ওয়ার্নার বলেন, ‘হতাশা থেকে আমি জোরে চিৎকার করেছিলাম। কারণ বলটি নিচু হয়ে এসেছিল, যখন কোনো বল লেগ স্টাম্পে আঘাত করে, আমি জানি সেটি পাশ দিয়ে বেরিয়ে যাবে। আমি জোয়েলকে জিজ্ঞেস করেছিলাম, কেন তিনি আউট দিলেন?’

পরে আম্পায়ার কি বলেছিলেন সেটাও জানান ওয়ার্নার। এই অজি ওপেনারের ভাষ্যমতে, ‘তিনি (জোয়েল উইলসন) বলেছিলেন যে, বলটি সুইং করছিল। কিন্তু আপনি রিপ্লে দেখলে স্বাভাবিকভাবেই কিছুটা বিরক্ত হবেন। এটা (আম্পায়ারের সিদ্ধান্ত) আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

ওয়ার্নারের মতে, এসবের একটা বিহিত হওয়া উচিত। আম্পায়ারদেরও জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করেন তিনি, ‘এ বিষয়ে বলার মতো অনেক কিছু আছে। ব্যাট করতে নামার সময় খেলোয়াড়দের পরিসংখ্যান বোর্ডে ভেসে ওঠে। আম্পায়ারদের নাম ঘোষণার সময় তাদের পরিসংখ্যানও বোর্ডে দেখতে চাই।’

ম্যাচে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। ২০৯ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর শুরুতে হোঁচট খেলেও দলকে সহজ জয় এনে দেন মিচেল মার্শ ও জশ ইংলিস। দুজনই হাফ সেঞ্চুরি করলে ৫ উইকেটের জয় পায় প্যাট কামিন্সের দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়