ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘কেউ জানে না, চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২০ অক্টোবর ২০২৩  
‘কেউ জানে না, চার-পাঁচটা ম্যাচ জিততেও পারি’

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে শুরুর পর হ্যাটট্রিক হারে এলোমেলো বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সে এলোমেলো হলেও স্বপ্ন দেখা বন্ধ করেনি সাকিব আল হাসানের দল। ভার‍তের বিপক্ষে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত মনে করেন, বাকি ম্যাচগুলোতেও জয় সম্ভব। 

ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত জানান, একটি জয় বদলে দিতে পারে মোমেন্টাম, ‘আমাদের একটা ভালো ম্যাচ খেলা দরকার। একটা ম্যাচ মোমেন্টাম বদলে দিবে। এখনও ৫ ম্যাচ বাকি। কেউই জানে না,। ৪-৫টা ম্যাচ জিততেও পারি।’

গতকাল টস জিতে ব্যাটিং নেন সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়কত্ব করা শান্ত। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। তাড়া করতে নেমে ভারত ৫১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। এবার বাংলাদেশের সামনে আরেক শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। 

হারের বৃত্তে ঘুরপাক খেলেও শান্ত মনে করছেন প্রস্তুতি খুব ভালো ছিল। তবে ব্যাটারদের কাছে আরও দায়িত্বশীল পারফরম্যান্স চেয়েছেন। জানিয়েছেন কোনো এক ব্যাটার ১৩০ রান করলে সুবিধা হতো। 

‘প্রস্তুতি খুবই ভালো ছিল। যে জায়গায় সংগ্রাম করছিলাম সেখানে ভালো হয়েছে। যে দুজন সেট ছিল তাদের আরও লম্বা করা উচিৎ ছিল। উইকেট এমন ছিল একজন ব্যাটার ১৩০ করলে শেষদিকের ব্যাটারদের সুবিধা হতো।’

‘বোলারদের খুব একটা দোষ দেখি না। তারা যথেষ্ট ভালো করছে। উন্নতির জায়গা আছে। তবুও ব্যাটাররা বোর্ডে আরেকটু রান এনে দিতে পারলে বোলারদের কাজ সহজ হতো। মিডল ওভারে ভালো ব্যাট করতে পারিনি’-আরও যোগ করেন শান্ত।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়