ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ভালো উইকেটে খেলার আকুতি জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২০ অক্টোবর ২০২৩  
ভালো উইকেটে খেলার আকুতি জানালেন শান্ত

ভারতের মাটিতে বিশ্বকাপে রানের ফোয়ারা ছুটবে এমনটা আগে থেকেই অনুমিত ছিল। কিন্তু বাংলাদেশি ব্যাটাররা ব্যাটিং স্বর্গেও করছেন সংগ্রাম। কোনোমতে টেনেটুনে দুইশ-আড়াইশ পার করলেও ম্যাচ জয়ের জন্য এটা কোনো অবস্থায় চ্যালেঞ্জিং নয়।

ভারতের কাছে বড় হারের পর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত আকুতি জানালেন দেশের মাটিতে ভালো উইকেটে খেলার। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল কিংবা আন্তর্জাতিক কোনো সিরিজ, বাংলাদেশ নিজেদের কন্ডিশনের দোহাই দিয়ে খেলে মন্থর উইকেটে।

এমন উইকেটে খেলে ব্যাটারদের বড় শট খেলার ক্ষমতা সংকুচিত হয়ে যায়। মিরপুরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজ একবারতো সাকিব আল হাসান বলেই দিয়েছিলেন, ‘এমন উইকেটে টানা কয়েকটা সিরিজ খেললে ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।’

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে সেই ভালো উইকেটের প্রত্যাশা করেছেন, ‘আমাদের ভালো উইকেটে খেলা উচিৎ, প্র্যাকটিস করা উচিৎ। এরকম স্পোর্টিং উইকেটে যে জিনিসটা আমাদের তুলনামূলক কম। স্কিলের চেয়ে মানসিক বিষয় জরুরি। দায়িত্ব নেওয়া জরুরি।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দুই ম্যাচে আগে ব্যাটিং করে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪৫ রান আর ভারতের বিপক্ষে করে ২৫৫ রান। ইংল্যান্ডের বিপক্ষে পরে ব্যাটিং করে ২২৭ আর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৫৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জেতে।

শান্ত জানালেন ব্যাটাররা কাজ করছে ইনিংস লম্বা করার, ‘আমাদের দলের কেউই ৫০, ৭০, একশতে খুশি না। যদি না এতে দলের সহায়তা হয়, এটা প্রত্যেক ব্যাটার জানে এবং এটা নিয়ে কথা বলে। তামিম, লিটনও খুশি না আমি শিওর। বড় দলে এসব ১২০, ১৩০, ১৫০ রানের ইনিংস খেলে। এটা নিয়ে সবাই অবশ্যই চিন্তিত এবং এটা নিয়ে কাজও করছে।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়