ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

শ্বশুর আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২০ অক্টোবর ২০২৩   আপডেট: ১৯:৪৩, ২০ অক্টোবর ২০২৩
শ্বশুর আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন জামাই আফ্রিদি

এমন দিন পাকিস্তান ভুলে যেতে চাইবে। তবে শাহীন শাহ আফ্রিদির জন্য ব্যতিক্রম। পাকিস্তানের বাজে দিনে যে কীর্তি গড়লেন বিশ্বের অন্যতম এই সেরা বোলার। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটিংয়ের মাঝে তুলে নিলেন ফাইফার। 

মাত্র ৫৪ রান দিয়ে এই উইকেটগুলো নিয়ে চার’শ-এর দিকে ছুটতে থাকা অস্ট্রেলিয়াকে থামান ৩৬৭ রানে। জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। বিশ্বকাপে আফ্রিদির এটি দ্বিতীয় ফাইফার।

এখানেই শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসান জামাই শাহীন আফ্রিদি। বিশ্বকাপে এর আগে একমাত্র পাকিস্তানি হিসেবে দু’বার ফাইফার নেওয়ার রেকর্ড ছিল শুধু শহীদ আফ্রিদির। এবার এই রেকর্ডে ভাগ বসালেন তার মেয়ে জামাই।

বিশ্বকাপে সবশেষ আফ্রিদি ফাইফার নেন ২০১৯ সালে, বাংলাদেশের বিপক্ষে। সেবার ৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন। ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে আফ্রিদির এটি তৃতীয় ফাইফার। ৪৮ ম্যাচে এখন পর্যন্ত ৯৫ উইকেট নেন এই পেসার।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়