ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৪৯, ২১ অক্টোবর ২০২৩
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

চলমান বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। হার দিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দক্ষিণ আফ্রিকার শুরুটা দুর্দান্ত হলেও শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপ্রত্যাশিত হারের স্বাক্ষী হয়েছে তারা। আজ জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। অন্যদিকে অসুস্থতার কারণে খেলছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।  

এখন পর্যন্ত ওয়ানডেতে ৬৯ বার দেখা হয়েছে উভয় দলের। যেখানে জয়ের পাল্লা প্রায় সমানে সমান উভয়ের। পরিসংখ্যান বলে কেউ কথা বলে না ছেড়ে। ৩০ ম্যাচে জয় ইংল্যান্ডের, ৩৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলাফল আসেনি ৬ ম্যাচে।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড ও রিচ টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিকস, রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন জেরার্ড কোয়েটজে, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়