ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

অপুর ফাইফারে তিন দিনেই ঢাকার জয় 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২১ অক্টোবর ২০২৩  
অপুর ফাইফারে তিন দিনেই ঢাকার জয় 

২২ রানে দিন শুরু করে সিলেট মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। ঢাকার সামনে দাঁড়ায় ৭৩ রানের সহজ লক্ষ্য। ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তৃতীয় দিনটা ভালো যায়নি সিলেটের। নাজমুল ইসলাম অপুর ঘূর্ণি জাদুতে অসহায় ছিল জাকির হাসানের দল। সর্বোচ্চ ২৯ রান করেন শামসুর রহমান শুভ। আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

১৯ ওভারে ৩৮ রান দিয়ে অপু একাই নেন ৫ উইকেট। এ ছাড়া ৩ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী।

তাড়া করতে নেমে শুরুতে রনি তালুকদারের উইকেট হারিয়ে বসে ঢাকা। এবার আব্দুল মাজিদ এগোতে থাকেন জয়রাজ শেখকে নিয়ে। জয়রাজ ২০ রান করে সাজঘরে ফেরেন। মাঝে তাইবুর রহমান এসে ১৪ রানের বেশি করতে পারেননি। এরপর সুমন খানকে সঙ্গে নিয়ে মাজিদ ম্যাচ শেষ করে আসেন। মাজিদ ২৬ ও সুমন ৫ রানে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ২১২ রান করে সিলেট। জবাবে ২৫৬ রান করে ঢাকা। ৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ১১৬ রান করে সিলেট। ৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।

রিয়াদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়