ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গোল খরা কাটালেন হালান্ড, জিতলো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ২১ অক্টোবর ২০২৩  
গোল খরা কাটালেন হালান্ড, জিতলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। সবশেষ দুই ম্যাচে গোল পাননি আরলিং হালান্ড। তবে আজ শনিবার ব্রাইটনের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। আর জিতেছে ম্যানসিটি। তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে।

এদিন ঘরের মাঠে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় স্কাই ব্লুজরা। জুলিয়ান আলভারেজ গোল করে এগিয়ে নেন দলকে। ১৯ মিনিটে হালান্ডের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির পর ৭৩ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাইটন। এ সময় তাদের আনসু ফাতি গোল করে ব্যবধান কমান। অবশ্য এরপর আর গোল পায়নি তারা। তবে যোগ করা সময়ে (৯০+৫) ম্যানসিটির ম্যানুয়েল আকানজি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। আর তার দল ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আরো পড়ুন:

এই জয়ে ৯ ম্যাচের ৭টিতে জিতে ও ২টিতে হেরে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ম্যানসিটি। সমান ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে ম্যানসিটির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে লিভারপুল।

৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম ও আর্সেনাল। পরের ম্যাচে তারা জয় পেলে লিভারপুল ও ম্যানসিটিকে পেছনে ফেলে শীর্ষে চলে যাবে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়