ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো আর্সেনাল-চেলসি লড়াই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২২ অক্টোবর ২০২৩  
পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো আর্সেনাল-চেলসি লড়াই

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়া,পরের অর্ধে আরও এক গোলে ব্যবধান দ্বিগুণ করা। আর্সেনালের বিপক্ষে ম্যাচে জয়ের স্বপ্নই দেখছিল চেলসি। তবে সেটা হলো না। চেলসি গোলরক্ষকের মারাত্মক ভুলে ২-২ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি।

শনিবার ঘরের মাঠে স্টামফোর্ড ব্রিজে শুরু থেকেই নিজেদের দখলে বল রেখে খেলতে থাকে চেলসি। আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকরা এগিয়ে যায় চতুর্দশ মিনিটে। হেড করতে গিয়ে হাতে বল লাগান উইলিয়াম সালিবা। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন কোল পামার।

প্রথমার্ধে আরও একটি সুযোগ পেয়েছিল চেলসি। তবে ২৯তম মিনিটে পামারের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৪৪তম মিনিটে চেলসির ফরাসি ডিফেন্ডার মালু গুস্তো একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ‘ব্লুজ’রা।

আরো পড়ুন:

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান মিখাইলো মুড্রিক। ৪৮তম মিনিটে ক্রসের মতো করেছিলেন মুড্রিক, সেটিই সফরকারীদের হতাশায় ডুবিয়ে জড়ায় জালে! দুই গোলে পিছিয়ে পড়া আর্সেনাল চেষ্টা করে নিজেদের গুছিয়ে নিতে। তাতে সফলও হয় মিকেল আর্তেতার দল।

অবশেষে ম্যাচের ৭৭তম মিনিটে গোলের দেখা পায় আর্সেনাল। বল ক্লিয়ার করতে গিয়েও পারেননি চেলসি গোলরক্ষক রবার্তো সানচেস! বল চলে আসে বক্সে থাকা ডেকলান রাইসের পায়ে। নিখুঁত শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। গোল পেয়ে যেন চাঙ্গা হয়ে ওঠে ‘গানার্স’রা।

আক্রমণের ধারাবাহিকতায় ৮৪তম মিনিটে বুকায়ো সাকার দারুণ ক্রসে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর তাতেই হারতে বসা ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়েও শীর্ষে ফেরা হলো না আর্সেনালের। ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই অবস্থান করেছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে শীর্ষে আছে গেলবারের শিরোপাধারীক ম্যানচেস্টার সিটি। এদিকে ১২ পয়েন্ট নিয়ে আপাতত ৯ নম্বরে আছে চেলসি।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়