ঢাকা     মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

শাহাদাতের দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:৪৮, ২২ অক্টোবর ২০২৩
শাহাদাতের দৃঢ়তায় বাংলাদেশের লড়াকু পুঁজি

শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শাহাদাত হোসেন দিপুর দৃঢ়তায় লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে দিপুর ৭৯ রানে ভর করে স্কোর বোর্ডে ৪৭ ওভারে ২২৩ রান জমা করেছে মাহমুদুল হাসান জয়ের দল।

আজ রোববার (২২ অক্টোবর) শ্রীলঙ্কার ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ব্যাট করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও প্রীতম কুমারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। 

দারুণ খেলছিলেন দু’জন। তবে পাওয়ারপ্লে’র ১ বল আগে ৯.৫ ওভারের মাথায় উইকেট খুইয়ে বসেন পারভেজ। আর তাতেই ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৪ বলে ৭ চারে গোছালো ৩২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি।

আরো পড়ুন:

আগের ম্যাচের জয়ের নায়ক প্রান্তিক নওরোজ নাবিল এদিন ৫ রানের বেশি করতে পারেননি। প্রীতম আউট হয়েছেন ব্যক্তিগত ৩৫ রানে। দলীয় ৮৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান যুব বিশ্বকাপজয়ী দুই তারকা মাহমুদুল ও শাহাদাত। তাদের ব্যাটে স্কোরবোর্ডে যোগ হয় ৬৭ রান। 

উইকেটে থিতু হয়েও মাহমুদুল বিদায় নেন ৩৬ বলে ৩৭ রান করে। এরপর দ্রুত দুই উইকেট হারায়  বাংলাদেশ। পরের ওভারে ডাক হয়ে সাজঘরের পথ ধরেন আবদুল্লাহ আল মামুন। লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে বিদায় নেন আকবর আলীও। ৭ রান আসে রিশাদ হোসেনের ব্যাট থেকে। 

দলের মিডল অর্ডারের এই আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে দাঁড়িয়ে রইলেন শাহাদাত। ৫৪ বলে পেয়েছেন ফিফটি তুলে নেওয়া এই ডানহাতি থেমেছেন ইনিংসের ৪৬ তম ওভারে এসে। প্যাভিলিয়নে ফেরার আগে ৭৫ বলে ৭৯ রান করেন শাহাদাত। তার ইনিংসে ছিল সমান ৩টি করে চার ও ছক্কার মার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়