ঢাকা     মঙ্গলবার   ০২ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৮ ১৪৩১

কিংবদন্তি কুম্বলকে ছাড়িয়ে গেলেন শামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২২ অক্টোবর ২০২৩  
কিংবদন্তি কুম্বলকে ছাড়িয়ে গেলেন শামি

এবারের বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম চার ম্যাচে খেলার সুযোগ পাননি মোহাম্মদ শামি। হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে আজ রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচে পেলেন একাদশে সুযোগ। করলেন বাজিমাতও। ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন ৫ উইকেট। যা বিশ্বকাপে তার তৃতীয় ফাইফার।

ইনিংসের অষ্টম ওভারে তাকে বোলিংয়ে আনেন রোহিত। প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। বোল্ড করেন উইল ইয়াংকে। এটা ছিল ওয়ানডে বিশ্বকাপে তার ৩২তম উইকেট। এর মধ্য দিয়ে কিংবদন্তি অনীল কুম্বলকে ছাড়িয়ে যান শামি। কুম্বলের মোট উইকেট ছিল ৩১টি।

শামির সামনে আছেন কেবল জাভাগাল শ্রীনাথ ও জহির খান। বিশ্বকাপের মঞ্চে তাদের দুজনেরই উইকেট সংখ্যা ৪৪।

এরপর শামি ৪৮ ও ৫০তম ওভারে আরও চার উইকেট নেন। বিশ্বকাপে মাত্র ১২ ইনিংসে তার মোট উইকেট এখন ৩৬। জহির খান ২৩ ইনিংসে ও শ্রীনাথ ৩৩ ইনিংসে নিয়েছিলেন ৪৪ উইকেট।

অবশ্য শামির পেছনে আছেন জাসপ্রিত বুমরাহ। তিনি ১৪ ইনিংসে নিয়েছেন ২৯ উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়