ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

প্রথম ভারতীয় হিসেবে রোহিতের অন্যরকম ‘ফিফটি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২২ অক্টোবর ২০২৩  
প্রথম ভারতীয় হিসেবে রোহিতের অন্যরকম ‘ফিফটি’

বিশ্বকাপে হাসছে রোহিত শর্মার ব্যাট। রান পাচ্ছেন নিয়মিত। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ভারতও পাচ্ছে উড়ন্ত সূচনা।

আজ রোববার ধর্মশালা স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৪৬ রানে বোল্ড হন ফার্গুসনের বলে।

অবশ্য তার আগে প্রথম ভারতীয় হিসেবে অন্যরকম এক ফিফটি করেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ম্যাট হেনরিকে ৮৯ মিটারের বিশাল একটি ছক্কা হাঁকান। এর মধ্য দিয়ে প্রথম ভারতীয় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ৩৬ বছর বয়সী মারকুটে এই ব্যাটসম্যান।

এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে। ৫৬ ছক্কা নিয়ে গেইল দ্বিতীয় ও ৫৮ ছক্কা নিয়ে এবি ডি ভিলিয়ার্স আছেন শীর্ষে।

অবশ্য ৫৩ ছক্কা হাঁকানো রোহিতের সামনে সুযোগ আছে গেইল ও ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাওয়ার। বিশ্বকাপে ভারত লিগ পর্বে আরও চারটি ম্যাচ খেলবে। সেমিফাইনাল ও ফাইনাল খেললে হবে ছয়টি ম্যাচ। তাতে বলা যায় রোহিত ছাড়িয়ে যাবেন সবাইকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়