ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

‘ভারতে আমরা ইতিহাস গড়ার জন্য এসেছি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৩ অক্টোবর ২০২৩  
‘ভারতে আমরা ইতিহাস গড়ার জন্য এসেছি’

দুর্দান্ত একটা দল নিয়ে ভারতের মাটিতে পা রেখেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিল বাবর আজমের দল। তবে পরের দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা হারে সমালোচনার খোরাক হচ্ছে দলটি। কিন্তু দলের তারকা পেসার শাহীন আফ্রিদি স্রেফ বলে দিয়েছেন, তারা ইতিহাস গড়তেই ভারতে এসেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। তবে সমর্থকদের আশ্বস্ত করে পাকিস্তান ডিজিটালে দেয়া ভিডিও বার্তায় শাহীন বলেন, ‘হার হারই। এটা মেনে নিতে হবে। তবে হার থেকেই শিক্ষা নেওয়াটা দলের জন্য ভালো।’

সামনের দুই ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান জানিয়ে এই পেসার আরো বলেন, ‘সামনে দুটি ম্যাচ (আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। এখানে (ভারত) আমরা ইতিহাস গড়ার জন্যই এসেছি।’

আজ নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ‘ম্যান ইন গ্রিন’রা। ইতোমধ্যেই ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানরা। আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তারা। পাকিস্তানের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হতে পারে আফগানদের স্পিন। শাহীনের মতে, সেটা সামালানোর মতো ব্যাটারও তাদের আছে।

এ প্রসঙ্গে শাহীন বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। যেটা এরই মধ্যে দেখাও গেছে। আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে, তাদের বিশ্বমানের স্পিনার আছে। তবে আমাদের ব্যাটাররাও কিন্তু ভালো করছে।’

আসরে শুরুর ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দেয় পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আসে লড়াই করে। তবে পরের দুই ম্যাচেই দাঁড়াতে পারেনি বাবরের দল। সবমিলিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে দুই জয় এবং দুই হারে পয়েন্ট টেবিলের পাঁচে আছে পাকিস্তান। সেরা চারে যেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে তাদেরকে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়