ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৩ অক্টোবর ২০২৩  
অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভালো নয়। চারবারের মুখোমুখিতে দুইবারই হার মেনেছে তারা। মঙ্গলবারের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে আসা ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করামকে সেই রেকর্ড সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন অতীতের হার থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন তারা।

‘বাংলাদেশের বিপক্ষে যখনই আমরা খেলি সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। অতীতে তাদের বিপক্ষে আমরা খুব বেশি ভালো করিনি। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে আমরা যা করেছি সেটা থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের বিপক্ষে ভালো করার চেষ্টা করতে হবে। ইনটেনসিটি ও স্ট্যান্ডার্ডের দিকে আমরা বেশি ফোকাস করতে চাই। সেটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা বিশ্বাস দিনটি আমাদের হবে।’

নেদারল্যান্ডস ছাড়া প্রত্যেক ম্যাচেই দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান করে ২২৯ রানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১১ রান করে ১৩৪ রানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে তারা জয় পায় ১৩৪ রানে। তারপরও বাংলাদেশকে সমীহ করছেন মার্করাম, ‘কেবল আগের রাতেই নয়, গেল কয়েক রাত ধরেই আমরা ভালো খেলছি। তবে আমাদের মনে রাখতে হবে আগামীকাল (মঙ্গলবার) নতুন একটা ম্যাচ।’

‘আর এমন একটি দলের বিপক্ষে ম্যাচ যারা সাদা বলের ক্রিকেট অনেক ভালো খেলে। তাছাড়া উপমহাদেশের কন্ডিশনে তারা খেলে অভ্যস্ত। কন্ডিশনও তাদের সহায়তা করবে। তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। তাছাড়া আপনি একটি দলের বিপক্ষে জিতবেন সেটা নিশ্চিত করে বলতে পারেন না। আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসের সাথে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। আর আগের ম্যাচগুলোতে আমরা যা করেছি সেগুলো যদি কালকের ম্যাচেও বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো ফল আসবে।’

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশ ২০০৭ ও ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। আর দক্ষিণ আফ্রিকা ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে হারিয়েছিল বাংলাদেশকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়