ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

‘দেখে মনে হয় প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৪ অক্টোবর ২০২৩  
‘দেখে মনে হয় প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়’

চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা হেরে চলছে পাকিস্তান। সবশেষ আফগানিস্তানের বিপক্ষেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। আফগানিস্তানের বিপক্ষে হারের পর বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি ওয়াসিম আকরাম তো রাগের শেষটুকু উগড়ে দিয়েছেন।  

আকরামের রাগের কারণ পাকিস্তানের ফিল্ডিং। আফগানিস্তানে ইনিংসেই ১৬তম ওভারে একটি বল ঠেকাতে পারেননি শাহীন আফ্রিদি। এমনকি অধিনায়ক বাবর আজমও বাজে ফিল্ডিংয়ে আফগানদের কিছু রান ‘উপহার’ দিয়েছেন। ওয়াসিম আকরাম তাই আর মেজাজ ধরে রাখতে পারেননি। 

পাকিস্তানের স্পোর্টস চ্যানেল ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য প্যাভিলিয়ন’-এ নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ‘সুলতান অব সুইং’ খ্যাত এই পেসার, ‘খেলোয়াড়দের ফিল্ডিং ও ফিটনেস দেখুন। আমরা ৩ সপ্তাহ ধরে বলছি, এই খেলোয়াড়েরা গত দুই বছরের মধ্যে কোনো ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যায়নি। দেখে তো মনে হয় তারা প্রতিদিন আট কেজি করে খাসির গোশত খায়।’

আরো পড়ুন:

‘মিসবাহ যখন কোচ ছিল, তখন এটা ছিল। খেলোয়াড়েরা তাকে পছন্দ করতো না, কিন্তু কাজটা হয়েছে। ফিল্ডিং তো ফিটনেসের ওপর নির্ভর করে আর আমরা এখানেই পিছিয়ে। এখন আমরা সেই আগের জায়গাতেই ফিরে গেছি’ – আরও যোগ করেন সর্বকালের সেরা এই পেসার। 

এবারের আসরে ৫ ম্যাচে মাত্র ২টি জিতেছে পাকিস্তান। পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল। বাকি ৪ ম্যাচ থেকে সেমিফাইনালে ওঠা বেশ কঠিনই হবে। সবকটি জিতলে সমীকরণ সামনে আসবে। হারলেই ধরতে হতে পারে দেশে ফেরার টিকিট।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়