ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৪ অক্টোবর ২০২৩  
ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবার উদ্বোধন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও মানহা’স ক্যাসেলের আয়োজনে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩।’

দেশি-বিদেশি ৮০ জন দাবাড়ুর অংশগ্রহণে মানহা’স ক্যাসেলের হলরুমে বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় আন্তর্জাতিক দাবা বিচারক মো. হানুর অর রশিদ, মানহা’স ক্যাসেলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীসহ বাংলাদেশ ও ভারতের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার ও রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

৭ দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ বিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা একটি ব্যক্তিগত ইভেন্ট।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। ইভেন্ট পার্টনার জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়