ঢাকা     রোববার   ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ৩ ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ শুরু 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৫ অক্টোবর ২০২৩   আপডেট: ২০:০৬, ২৫ অক্টোবর ২০২৩
পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের সিরিজ শুরু 

জয়ের জন্য যখন প্রয়োজন ১ রান তখন অধিনায়ক নিগার সুলতানা চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। এই জয়ে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো দারুণভাবে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৫ অক্টোবর) টস হেরে ব্যাটিং করতে নেমে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

তাড়া করতে নেমে শুরুতে রানআউট হয়ে ফেরেন শামীমা সুলতানা (৫)। এরপর থেকে নিয়মিত বিরতিতে কয়েকটি উইকেট হারালেও বিপদ হয়নি। এক প্রান্তে আগলে রেখে দারুণ খেলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জ্যোতি। ২৮ বলে ৩ চারে ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। 

আরো পড়ুন:

জ্যোতির সঙ্গে ৪ রানে অপরাজিত ছিলেন রিতু মণি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে মুর্শিদা খাতুন। তবে তার ইনিংসটি ছিল ধীরগতির। ৪০ বলে এই ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ১৬ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন ডায়না বেগ, নাশরা সান্ধু ও উম্মে হানি। 

এর আগে ব্যাটিং করতে নেমে নাহিদা খাতুনের ঘূর্নিজাদুতে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৩.৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নাহিদা একাই নেন ৫ উইকেট। নাহিদার এটি ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

এর আগে ১২ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল তার ঝুলিতে। দ্বিতীয়বারের মতো নেন ফাইফার। এছাড়া একটি করে উইকেট নেন সুলতানা খাতুন, রাবেয়া খান এবং স্বর্ণা আক্তার। 

শুরু থেকে পাকিস্তানি ব্যাটাররা ছিল আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান আসে অভিজ্ঞ বিসমাহ মারুফের ব্যাট থেকে। তিনি রানআউট হয়ে সাজঘরে ফিরলে এরপর পাকিস্তানি মেয়েরা আর থিতু হতে পারেনি। এ ছাড়া মুনিবা ১৬, নাতালিয়া ১৫ ও অধিনায়ক নিদা দার ১৪ রান করেন।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়