ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে জেতালেন সিকান্দার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ২৬ অক্টোবর ২০২৩  
রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে জেতালেন সিকান্দার

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। বলপ্রতি তিন রানের হিসেব। প্রথম পাঁচ বলে দুই ছক্কা সহ জিম্বাবুয়ে নিল ১৫ রান। শেষ বলে বাউন্ডারি মেরে বাকি ৩ রানের সমীকরণ মেলালেন সিকান্দার রাজা। সেই সঙ্গে জিম্বাবুয়েকে এনে দিলেন রেকর্ড গড়া জয়।

সিকান্দারের বীরত্বে নামিবিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ে। এই সংস্করণে এটিই জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান টপকে জিতেছিল তারা। 

নামিবিয়ার ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে বড় অবদান রেখেছেন সিকান্দার। চার নম্বরে নেমে ৩ চার ও ৯ ছক্কায় ৩৫ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ২৫ বলে ক্যারিয়ারের সপ্তম ফিফটি ছোঁয়া রাজা পরে করেছেন টর্নেডো ব্যাটিং। পরের ১০ বলে করেন ৩২ রান।

আরো পড়ুন:

অন্যদিকে কুড়ি ওভারের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ২৬ বলে ৫৪* রান করেছিলেন সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরা। এই রান করার পথে ৭টি ছক্কা মারেন তিনি। সিকান্দার মারলেন তার চেয়ে দুটি বেশি। 

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১২১ রানে থামিয়ে রেখে ৭ উইকেটে জিতেছিল নামিবিয়া। এবার জিম্বাবুয়ে জেতায় সিরিজ ১-১ তে সমতা। শুক্রবার তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়