রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়েও বিরক্ত ম্যাক্সওয়েল
চলমান বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তাতে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার। এমন রেকর্ডের দিনেও স্টেডিয়ামে লেজার লাইট জ্বালানোয় রীতিমতো বিরক্ত হয়েছেন এই অজি ক্রিকেটার।
বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে শতরান করে ভেঙেছেন এই বিশ্বকাপেই অ্যাইডেন মার্করামের করা ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড। নতুন রেকর্ড গড়ার ম্যাচে ম্যাক্সওয়েলের বিরক্তির কারণ হয়ে এসেছে স্টেডিয়ামের লেজার লাইট।
অস্ট্রেলিয়া তখন ফিল্ডিং করছিল। পানি পানের বিরতিতে স্টেডিয়ামে থাকা দর্শকদের জন্য লেজার লাইটের ব্যবস্থা করা হয়। ডাচরা ব্যাটিং করার সময় ম্যাচ থামিয়ে প্রায় দুই মিনিট ধরে এই আলোক প্রদর্শনীর আয়োজন করা হয়। সে সময় বিরক্তিতে দুই হাতে চোখ ঢেকে রেখেছিলেন ম্যাক্সওয়েল।
ম্যাচশেষে বিরক্তি আর চেপে রাখতে পারেননি এই অলরাউন্ডার, ‘এটা ক্রিকেটারদের জন্য খুব খারাপ পরিস্থিতি। কারণ এই আলো সরাসরি চোখে এসে পড়ে। এর ফলে ভীষণ মাথা ব্যথা করে। অবশ্যই এটা দর্শকের জন্য খুবই ভালো, কিন্তু ক্রিকেটারদের জন্য ক্ষতিকর।’
তবে ম্যাক্সওয়েলের বিপরীতে অবস্থান নিয়েছেন তারই সতীর্থ ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ওয়ার্নার লিখেছেন, ‘আমি এই ধরনের লাইট শো খুব পছন্দ করি। কী সুন্দর একটা পরিবেশ ছিল। এটা ভক্তদের জন্য। আর ভক্তদের (সমর্থন) ছাড়া আমরা অসম্পূর্ণ।’
ঢাকা/বিজয়