ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এবার রিজওয়ানের সমালোচনায় দানিশ কানেরিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২৬ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:৫৬, ২৬ অক্টোবর ২০২৩
এবার রিজওয়ানের সমালোচনায় দানিশ কানেরিয়া

ভারতের বিপক্ষের ম্যাচের আগে মাঠে যোহরের নামাজ আদায় করায় পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছিলেন ভারতের এক আইনজীবী। এবার একই কারণে তার সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া।

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলা দ্বিতীয় এই হিন্দু ক্রিকেটার মনে করেন রিজওয়ানের ধর্ম-কর্মপালন ড্রেসিংরুমের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এক্ষেত্রে তিনি রোহিত শর্মা ও বিরাট কোহলির উদাহরণ টানেন। তার মতে রোহিত ও কোহলিও ধর্মভীরু। কিন্তু তারা কখনোই মাঠে ধর্মীয় আচার-আচরণ করেন না।

আজ তাককে দেওয়া এক সাক্ষাৎকারে কানেরিয়া বলেন, ‘বর্তমান পাকিস্তান দলের কাছে আসলে ধর্ম আগে। তারপর হলো রাজনীতি। গুরুত্বের দিক দিয়ে ক্রিকেট এখানে তৃতীয়। তাদের এই ভাড়ামি আমি বুঝি না আসলে। আপনার যদি নামাজ পড়তে হয় তাহলে সেটা ড্রেসিংরুমে পড়ুন। সবার সামনে পড়ার কি দরকার? আমরাও তো আমাদের পূজা করি। কিন্তু সেটা তো আমরা মাঠে করি না। আপনার কি মনে হয় রোহিত শর্মা, ভিরাট কোহলি প্রার্থনা করেন না? মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজ কি নামাজ পড়েন না?

আরো পড়ুন:

২০০০ সালে পাকিস্তান দলে অভিষেক হয়েছিল দানিশ কানেরিয়ার। ২০১০ সালে তিনি অবসরে যান। অবসর নেওয়ার আগে তিনি পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার হয়েছিলেন। যিনি ৬১ টেস্টে ৩৪.৭৯ গড়ে উইকেট নিয়েছিলেন ২৬১টি। ক্যারিয়ারে তিনি ১৫ বার শিকার করেছিলেন ৫ উইকেট। ১০ উইকেট নিয়েছিলেন দুইবার।

পাকিস্তানের হয়ে ১৮টি ওয়ানডেতে উইকেট নিয়েছিলেন ১৫টি।

 

তথ্যসূত্র: ক্রিকেট টাইমস ও টাইমস নাউ

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়