ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মাইলফলক ছুঁলেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ অক্টোবর ২০২৩  
মাইলফলক ছুঁলেন রিজওয়ান

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করে আউট হন। এই রান করার পথে তিনি একটি মাইলফলক স্পর্শ করেন। পাকিস্তানের হয়ে ৬৫ ইনিংস খেলে ২০০০ রান পূর্ণ করেন।

পাকিস্তানের হয়ে ৭০ ওয়ানডেতে তিনি এই রান করেন। গড় ৩৯.৯০। স্ট্রাইক রেট ৮৯.৬২। ওয়ানডেতে তার সেঞ্চুরি রয়েছে ৩টি। হাফ সেঞ্চুরি ১৩টি। সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ অপরাজিত ১৩১। যা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপে করেন। এর আগে ২০১৯ সালের মার্চে শারজাহ ও আবুধাবিতে যথাক্রমে ১১৫ ও ১০৩ রানের ইনিংস খেলেন।

২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক হয়। অভিষেক ম্যাচে তিনি ৫৮ বলে ৮ চারে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। তার অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ৭৯ রানে হেরেছিল।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়