ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ২৮ অক্টোবর ২০২৩  
বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার তিনি

বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমে অন্যরকম এক রেকর্ডে নিজেকে জড়িয়ে নিলেন ওয়েসলি বারোসি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার নেদারল্যান্ডসের এই ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে ইডেনে যখন মাঠে নেমেছেন তখন অফিসিয়ালি তার বয়স ৩৯ বছর ১৭৮ দিন। নিজের অন্যরকম রেকর্ডবুক রাঙানোর দিনটিতে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছিলেন ওয়েসলি। উইকেটে থিতু হয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে রান তুলছিলেন অনায়েসে। ৮ বাউন্ডারিতে ৪১ বলে ৪১ রান করে বাংলাদেশকে ভয়ও দেখাচ্ছিলেন। কিন্তু মোস্তাফিজের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে পথ হারান তিনি। আগেভাগে শট খেলে শূন্যে ক্যাচ দেন। সাকিবের নির্ভার হাতে জমে যায় তার ক্যাচ।

২০১১ বিশ্বকাপেও খেলেছিলেন ওয়েসলি। অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষেই। এরপর ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছিলেন এ ব্যাটসম্যান। ৪৬ ওয়ানডে খেলা এই ক্রিকেটারের ক্যারিয়ার খুব একটা বর্ণাঢ্য নয়। ৩০.৮৫ গড়ে ওয়ানডেতে তার রান ১২৩৪।

আরো পড়ুন:

কলকাতা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়