মাঝে মাঝে হাসিরও দরকার আছে, পাকিস্তান ম্যাচের আগে সাকিব
ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে || রাইজিংবিডি.কম
প্রশ্ন শুনে সাকিবের হাসি থামানো যাচ্ছিল না। প্রশ্নটাও ছিল তেমনই। ইডেনের সংবাদ সম্মেলন কক্ষে এক রসালো সাকিবের দেখা মিললো পাকিস্তান ম্যাচের আগে।
‘পাকিস্তান দলও অলমোস্ট বাংলাদেশ দলের মতো। টানা চার হার। তারাও ব্যাডপ্যাচে আছে। সেটা বাংলাদেশ দলের জন্য একটা সুবিধা হতে পারে কিনা। সেখান থেকে অনুপ্রেরণা নেওয়া যায় কিনা?’ – সাকিবের মিনিট পনেরর সংবাদ সম্মেলনের শেষ প্রশ্ন ছিল এটি।
সাকিব মুখে হাসি নিয়ে মনে করিয়ে দিলেন, ‘ওরাও কিন্তু একই কথা বলতে পারে। আমরা পাঁচটা হেরে বসে আছি। এটা ওদের অ্যাডভানটেজ নাকি। (হাসি)…. (হাসি)। কি বলবো আপনি বলেন…।’
টেবিল চাপড়ে সংবাদ সম্মেলনের চেয়ার থেকে উঠে যাওয়ার সময় সাকিব বলে যান, ‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে।’
টানা ব্যর্থতা জেঁকে বসেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা পাঁচ ম্যাচ হেরেছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে প্রবল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ দর্শক, সমর্থক প্রত্যেকে তাদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করছে। এমন অবস্থায় বিশ্বকাপের পরবর্তী তিন ম্যাচ খেলা স্রেফ কঠিনই নয়, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইও।
পাকিস্তানের বিপক্ষে ইডেনে ম্যাচের আগে সাকিবকে একটু অন্যরকম রূপে দেখা গেল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সাকিবের কণ্ঠে ছিল গুমোট ভাব। বারবার তার কণ্ঠ ধরে আসছিল। দু’দিনে তা অনেকটাই কাটিয়ে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক। সংবাদ সম্মেলনে ছিলেন খোশমেজাজে। তার গুনগুনও কানে এসেছে। ভারতীয় এক সাংবাদিক তাকে জিজ্ঞেসও করেছিলেন, ওই হারের দুঃস্বপ্ন কিভাবে কাটিয়ে উঠেছেন?’ জবাবে সাকিব বলেছেন, ‘আমার কণ্ঠ কি আজ পরিবর্তন লাগছে? (হাসি)। আমরাই কেবল পারি দলের পরিস্থিতি বদলে দিতে নিজেদের অ্যাকশন দিয়ে। এটাই করার চেষ্টা আছি আমি।’
সঙ্গে যোগ করেছেন, ‘আমরা এটা (নেদারল্যান্ডসের বিপক্ষে হার) নিয়ে কথা বলেছি। নিজেদের গ্রুপ মিটিং হয়েছে। আমরা নিজেরা বসেছিলাম, আলোচনা করেছি কিভাবে এই পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারি যেখানে বর্তমানে আমরা আছি। আমাদেরকে সেটা মাঠে প্রমাণ করতে হবে। পারফর্ম করতে না পারলে সব কিছুই মূল্যহীন। এজন্য আমাদেরকে মাঠে পারফর্ম করে নিজেদের প্রমাণ করতে হবে। যেন প্রত্যেকে তা দেখতে পারেন।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে সাকিব খোলাখুলি বলেছেন, ‘চেষ্টা করবো জিততে। নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। ২ পয়েন্ট নিশ্চিত করতে চাইবো। এজন্য যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাবো।’
‘আমি এই মুহূর্তে কোনো দলকে রেট করতে চাইছি না। আমাদের কাল অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেটা আমরা জিততে চাই। পাকিস্তানও তাই। তারাও ম্যাচটা জিততে চায়। যে দলটি ভালো খেলবে তারাই জিতবে। আমরা পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো যেন ম্যাচটা জিততে পারি।’ – যোগ করেন সাকিব।
কলকাতা/ইয়াসিন/আমিনুল