ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ছক্কা হজমে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩৭, ১ নভেম্বর ২০২৩
ছক্কা হজমে শীর্ষে বাংলাদেশ

চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পরাজয়ের বৃত্তে বন্দি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর এখন পর্যন্ত টানা হেরেই চলছে সাকিব আল হাসানের দল। এবার আরেকটি লজ্জার অংশীদার হলো তারা। আসরে এখন পর্যন্ত ছক্কা হজমে শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ। 

গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচ শেষে আসরে সর্বাধিক ছক্কা হজমের তালিকায় শীর্ষে অবস্থান করেছে টাইগাররা। তাদের সঙ্গে যৌথভাবে আছে পাকিস্তানও।

আসরে এখন পর্যন্ত মোট ৫৪টি ছক্কা হজম করেছে সাকিবের দল। সাত ম্যাচ খেলা বাংলাদেশ ম্যাচ প্রতি ছক্কা হজম করেছে প্রায় ৮টি করে। সমান সংখ্যক ছক্কা হজম করে মোস্তাফিজুর-তাসকিনদের সঙ্গেই অবস্থান করেছেন শাহীন-হারিসরা।

আরো পড়ুন:

অন্যদিকে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় আছে আসরে রানের বন্যা বইয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকা। তারা বল বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেছে ৬৭ বার। দ্বিতীয় স্থানে অবস্থান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-মার্শরা ছক্কা হাঁকিয়েছেন ৬১টি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়