ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

বিশ্বসেরা বোলার হলেন শাহীন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১ নভেম্বর ২০২৩  
বিশ্বসেরা বোলার হলেন শাহীন আফ্রিদি

বিশ্বকাপে বল হাতে দারুণ করছেন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি। ৭ ম্যাচে ১৯.৯৩ গড়ে ১৬ উইকেট নিয়ে যৌথভাবে আছেন শীর্ষে। এবার সেটার ফল পেলেন আইসিসির র‌্যাংকিংয়ে। ৯ ধাপ উন্নতি করে সবাইকে পেছনে ফেলে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। এবারই প্রথম শীর্ষে উঠলেন ২৩ বছর বয়সী এই পেসার। তার বর্তমান রেটিং ৬৭৩।

শাহীন শীর্ষে ওঠায় জশ হ্যাজলেউড (৬৬৩) নেমে গেছেন দ্বিতীয় স্থানে। মোহাম্মদ সিরাজ (৬৫৬) নেমে গেছেন তৃতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজ (৬৫১) আছেন চতুর্থ স্থানে।

এছাড়া ট্রেন্ট বোল্ট (৬৪৯) পঞ্চম, রশিদ খান (৬৪৮) ষষ্ঠ, কুলদীপ যাদব (৬৪৬) সপ্তম, মুজিব উর রহমান (৬৪১) অষ্টম, অ্যাডাম জাম্পা (৬৩৭) নবম ও মোহাম্মদ নবী (৬৩১) আছেন দশম স্থানে।

শাহীন আফ্রিদি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি, শ্রীলঙ্কার বিপক্ষে ১টি, ভারতের বিপক্ষে ২টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি, আফগানিস্তানের বিপক্ষে ১টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ও বাংলাদেশের বিপক্ষে ৩টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়