ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

যে সমীকরণে বেঁচে আছে পাকিস্তানের সেমিফাইনাল আশা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২ নভেম্বর ২০২৩  
যে সমীকরণে বেঁচে আছে পাকিস্তানের সেমিফাইনাল আশা

বিশ্বকাপের চলমান আসরে দুই ম্যাচ জয়ের পর টানা ৪ ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে জয়খরা কাটিয়েছে দলটি। সেই সঙ্গে সেমিফাইনালের স্বপ্নও দেখতে শুরু করেছে। কাজটা অসম্ভব না। কিন্তু কিভাবে? দেখা নেওয়া যাক সেই সমীকরণ।

বর্তমানে ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করেছে পাকিস্তান। শেষ চারে খেলতে হলে প্রথমেই তাদেরকে পরের দুই ম্যাচ জিততে হবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব বড় ব্যবধানে জিততে হবে অর্থাৎ নেট রানরেট বাড়িয়ে নিতে হবে।

পাকিস্তানকে সেমিতে যেতে হলে মূল লড়াইটা করতে হবে নিউ জিল্যান্ডের সঙ্গে। আগামী শনিবার বাবর আজমদের পরের ম্যাচটা কিউইদেরই বিপক্ষে। সে হিসেবে জেতার পাশাপাশি নেট রানরেটে নিউ জিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ খুব ভালোভাবেই পাচ্ছে পাকিস্তান।

আরো পড়ুন:

বর্তমান পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের নেট রানরেট ‍+০.৪৮৪, পাকিস্তানের –০.০২৪। সেক্ষেত্রে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলতে হলে পরের ম্যাচে আগে ব্যাটিং করলে পাকিস্তানকে জিততে হবে নূন্যতম ৮৩ রানের ব্যবধানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ৩৫ ওভারের মধ্যে।

নিউ জিল্যান্ডকে পেছনে ফেলতে পারলে তখন দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকবে। শেষ ম্যাচে পাকিস্তান জিতে গেলে এবং নিউ জিল্যান্ড হেরে গেলে পাকিস্তানের সেমির আশা সিকিভাগ উজ্জ্বল। আর নিউজিল্যান্ড জিতে গেলে নেট রানরেটে ঝুলে থাকবে ভাগ্য।

সেমিফাইনালের আশা দেখতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কাও। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তান। পরের তিন ম্যাচের সবকটি কিংবা দুটি ভালো ব্যবধানে জিতলে পাল্লা হেলে পড়বে তাদের দিকে। ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার সামনেও থাকছে সুযোগ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়