ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ইউনিক রেকর্ডে শচীনকে পেছনে ফেললেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:২৬, ২ নভেম্বর ২০২৩
ইউনিক রেকর্ডে শচীনকে পেছনে ফেললেন কোহলি

বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাট হেসেই চলছে। আজ বৃহস্পতিবার নিজেদের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচে ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন কোহলি। যা তার ওয়ানডের ক্যারিয়ারের ৭০তম ফিফটি। এ যাত্রায় একটি ইউনিক রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন।

৫০ রান করার পথে এক পঞ্জিকাবর্ষে আরও একবার ১০০০+ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশিবার ১০০০+ রান করার মাইলফলক স্পর্শ করেন তারকা এই ব্যাটসম্যান। এটা তার অষ্টম ১০০০+ রান।

তার আগে শচীন সর্বোচ্চ ৭ বার পঞ্জিকাবর্ষে ১০০০+ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।

শুধু তাই নয়, আজ ফিফটি করার মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে উদ্বোধনী ব্যাটসম্যান নন এমন ব্যাটার হিসেবে সবেচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন। তার আগে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ১২টি হাফ সেঞ্চুরি করেছিলেন বিশ্বকাপে। আজ কোহলি তাকে পেছনে ফেলে ১৩টি হাফ সেঞ্চুরি করলেন।

অবশ্য আজ ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরিটি করতে পারেননি কোহলি। ৯৪ বলে ১১ চারে ৮৮ রান করে ফেরেন সাজঘরে। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে আউট হয়েছিলেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হয়েছিলেন ৮৫ রান করে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়