ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:১৯, ৩ নভেম্বর ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস। উড়তে থাকা আফগানদের সামনে আজ আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। লখণৌর শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিটের জায়গা দখল করে আছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে হারের পরও তারা কোণঠাসা হয়নি আফগানিস্তান। উল্টো আরও শক্তিশালী হয়ে ফিরে পাকিস্তানের মতো দলকে নাকানি-চুবানি খাইয়ে সেমিফাইনালের স্বপ্নে আশার পাল লাগিয়েছে।

এরপর শ্রীলঙ্কাকে একপ্রকার বলে-কয়ে হারিয়েছেন রশিদরা। তাতে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে দলটি। আজ তাদের সামনে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের পর বাংলাদেশকেও হারানো ডাচরা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাই একটি জমজমাট লড়াই হবে বলেই ধরে নেওয়া যায়।

পরিসংখ্যানের লড়াইয়ে দুই দল পরস্পরের বিপক্ষে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। জয়ের হিসাবে আফগানিস্তানই অনেক এগিয়ে। তাদের জয়ের সংখ্যা ৭টি। দুটি মাত্র ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস। সর্বশেষ গত বছর দোহায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাচদের হারিয়েছে আফগানরা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ ও ফজলহক ফারুকি।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও দাউদ, কলিন আক্রম্যান, বাস ডি লিডি, উইসলি বারসি, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্রান্ড এনগেলব্রেচন্ট, রোলেফ শারিজ আহমেদ, লোগান বিক, সাকিব জুলফিকার, আরিয়ান ডুট ও পল ভ্যান মিকিরিন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়