ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

দিল্লিতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:৪১, ৩ নভেম্বর ২০২৩
দিল্লিতে দলের সঙ্গে যোগ দিলেন লিটন

জরুরি পারিবারিক কারণে পাকিস্তান ম্যাচের পর কলকাতা থেকে ঢাকায় ফেরেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। দুই দিনের ছুটি শেষে আবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

শুক্রবার (৩ নভেম্বর) সকালের ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেন লিটন। দুপুরে দিল্লিতে পৌছে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আগামী ৬ নভেম্বর দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। 

এর আগে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের মাঝপথে ঢাকা এসেছিলেন ব্যক্তিগত অনুশীলনের জন্য। তিন দিনের ছুটি নিয়ে আসলেও সমালোচনার মুখে দ্বিতীয় দিন তিনি ফেরত যান ভারতে। 

আরো পড়ুন:

আজ দলীয় অনুশীলন বাতিল করায় লিটনরা টিম হোটেলে বিশ্রাম করেই কাটাবেন। টানা ৭ ম্যাচ হেরে বাংলাদেশ ছিটকে গেছে সেমিফাইনালের দৌড় থেকে। সমান ম্যাচে ৫টিতে হেরে শ্রীলঙ্কাও একই অবস্থায় আছে।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়