ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

শেষ দিনে আইচ মোল্লা-অমিতের ফিফটি, ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৩ নভেম্বর ২০২৩  
শেষ দিনে আইচ মোল্লা-অমিতের ফিফটি, ম্যাচ ড্র

বৃষ্টির দাপটে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ ঠিকঠাক মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ড্র-তে সমাপ্তি ঘটেছে। দুই ম্যাচের চারদিনের সিরিজেরও সমাপ্তি ঘটেছে ড্র-তেই।

শুক্রবার (৩ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ১৪৯ রান করে। এরপরেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। ফিফটি করেন আইচ মোল্লা ও অমিত হাসান।

অমিত সর্বোচ্চ ৬৫ রান করেন। ৬৪ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। মাহমুদুল হাসান জয় ১০ ও শাহাদাত হোসেন ১ রানে অপরাজিত ছিলেন। কালহারা সেনারত্নে লঙ্কানদের হয়ে দুই উইকেট নেন।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এর আগে আকবর আলীর সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৫১ রান করে। আকবর ১২৯ রান করেন। লঙ্কানদের হয়ে গুনাসেকারা একাই নেন ৯ উইকেট!

জবাবে প্রথম ইনিংস খেলতে নেমে ২৬১ রান করে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৯ রান করেন পবন রত্নায়েক। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন রিপন মণ্ডল। ৩ উইকেট নেন নাহিদ রানা।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়