ঢাকা     শনিবার   ১৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

‘এক’ হয়ে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৫৮, ৩ নভেম্বর ২০২৩
‘এক’ হয়ে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

প্রথমবারের মতো টি-টিয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের মাটিতে ঐতিহাসিক এই জয়ের পর লাল-সবুজের মেয়েরা এবার পাকিস্তানের বিপক্ষে এক দিনের ক্রিকেটে সিরিজ খেলতে নামবে।

আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে হওয়াতে সিরিজটির গুরুত্ব অনেক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

সিরিজের গুরুত্ব বুঝে জ্যোতিও বলছেন ঘরের মাঠে অর্জনের কথা, ‘এখন পাকিস্তানের এই ওয়ানডে ম্যাচগুলো নিয়ে বেশি চিন্তা করতেছি। টিম ওয়াইজ যদি ভালো খেলতে পারি, আমাদের ক্রিকেটের জন্য আরেকটা অর্জন হবে।’

আরো পড়ুন:

বাংলাদেশ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এর আগে ১২বার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে সমান ছয়টি করে। হোম অব ক্রিকেটে সবাই এক হয়ে পাকিস্তানকে হারাতে চান মারুফা আক্তাররা। 

‘আমি চাই যে দলে যেন সবার ছোট ছোট হলেও কন্ট্রিবিউশন থাকে। আমাদের এমন একটা টিম বলব যে অবশ্যই ম্যাচ উইনার আছে, তাদেরকে সাপোর্ট করতে হলে আমাদের সবাইকে এক হয়ে খেলতে হবে।’ 
শের-ই-বাংলায় জুলাইতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার সামনে পাকিস্তান। জ্যোতিরা চান জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। বাংলাদেশ চায় ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোতে। 

জ্যোতি বলেন, ‘দেখেন ওয়ানডে সিরিজের পয়েন্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান দল কেমন সেটা বলেই দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্ল্যান থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়