ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘সাকিবের একার দোষ কেন, আরও ১০ জন খেলে’ 

ক্রীড়া প্রতিবেদক, দিল্লি থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৩ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:১১, ৪ নভেম্বর ২০২৩
‘সাকিবের একার দোষ কেন, আরও ১০ জন খেলে’ 

আগের বিশ্বকাপে ৬০৬ রান করা সাকিব আল হাসান এবার ব্যর্থতার বৃত্তে বন্দি। অধিনায়ক পারফর্ম করেননি, ঠিকঠাক নেতৃত্বও দিতে পারেননি। পারেননি গোটা দলকে এক করে রাখতেও। পারফরম্যান্সেই যা স্পষ্ট। দলের সাত ম্যাচে ছয় হার। জয় কেবল একটি।

পরাজয়ের স্তুপ এতোটাই জমে গেছে যে, সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। দলের ব্যর্থতার জন্য যেভাবে সাকিবকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আঙুল তোলা হচ্ছে তাতে একমত নন খালেদ মাহমুদ। দলের টিম ডিরেক্টর মনে করেন, ব্যর্থতার দায় সবার। খালেদ মাহমুদ বলেছেন, ‘শুধু সাকিবকে একা দোষ দিয়ে লাভ নেই। সাকিব একা খেলে না, আরও ১০ জন খেলে। অধিনায়ক তো অবশ্যই ভিন্ন ব্যাপার, আলাদা দায়িত্ব আছে। তবে খেলোয়াড় হিসেবে তো সবারই দায়িত্ব এক। সাকিব যখন ব্যাট করে, তখন তো আর সে অধিনায়ক নয়, সে একটা ব্যাটসম্যান। যখন বোলিং করে, তখন সে বোলার। তবে দিনশেষে সব ব্যাটসম্যান বা বোলারকেই সমান দায় নিতে হবে।’

বরং সাকিবের নিবেদনকে সামনে নিয়ে এলেন মাহমুদ। বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে শৈশব কোচের সঙ্গে ব্যাটিং করেছেন দুই সেশন। ফলাফল না আসলেও তার নিবেদনকে খাঁটো করে দেখার সুযোগ নেই তা সাফ জানিয়ে রাখলেন মাহমুদ, ‘সাকিব তো তার শতভাগের ১০ ভাগও নেই… সে নিজেও বোঝে খুব ভালো। এই জন্যই হয়তোবা ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে। ওর মাথার মধ্যে ছিল বা ও মরিয়া ছিল পারফর্ম করার জন্য। শুধু ওর পারফম্যান্স নয়, ও চায় দল জিতুক। ওর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, দল পারফর্ম করতে পারছে না। জিততে পারছে না। অধিনায়ক হিসেবে… ২০১৯ বিশ্বকাপে দলকে যেভাবে এগিয়ে নিয়েছে, এবার অধিনায়ক হিসেবে সামনে থেকে পারফর্ম করতে না পারাও একটা কারণ হতে পারে।’

তবে অধিনায়ক বিশ্বকাপের দায় এড়াতে পারেন না সেই কথাও জানিয়ে রাখলেন মাহমুদ, ‘হ্যাঁ, অধিনায়ক হিসেবে সমালোচনা নিতেই হবে। সেটি স্বাভাবিক।’

বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা নিয়ে আসা বাংলাদেশ টানা হারে বিদায় নিয়েছে প্রথম দল হিসেবে। শেষ দুই ম্যাচে বাংলাদেশের লড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার। পয়েন্ট টেবিলে সেরা আটে থাকতে পারলে নিশ্চিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি। নয়তো ফিরতে হবে খালি হাতে।

সেদিকে দলের নজর রাখতে বললেন মাহমুদ, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের টিকে থাকার জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে। আমাদের পাবার বলতে শুধু এটাই আছে আর কিছু তো নেই। ওই জায়গা থেকে আমরা ভালো করতে চাই, জিততে চাই। ছেলেরা ক্রিকেট থেকে দূরে আছে দুই তিনদিন। আমার মনে হয়, যখন আমরা ফিরবো তখন যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি…আমি যেভাবে আমার চোখে বাংলাদেশ ক্রিকেটকে দেখি ২৫-৩০ পারসেন্ট ক্রিকেটও খেলতে পারিনি। দল হিসেবে খেলতে পারিনি। ঐক্যবদ্ধ এফোর্ট দিতে পারিনি। আমরা সকলে স্তব্ধ আসলে। বাংলাদেশের এমন পারফরম্যান্স শেষ কবে দেখেছি মনে নেই। আমরা দল হিসেবে এসেছিলাম কিন্তু দল হিসেবে পারফর্ম করতে পারিনি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জেতার সামর্থ্য আমাদের রয়েছে।’

দিল্লি/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়