ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

অষ্টম ব্যালন ডি’অর বিজয়ী মেসির জন্য মায়ামির বিশেষ আয়োজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:২২, ৪ নভেম্বর ২০২৩
অষ্টম ব্যালন ডি’অর বিজয়ী মেসির জন্য মায়ামির বিশেষ আয়োজন

কয়েকদিন আগেই রেকর্ড অষ্টমবারের মতো ফ্রান্স সাময়িকীর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী তারকার এই পুরস্কার উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামি। 

জানা গেছে, মেসির এই অর্জন উদযাপনে এমএলএসের আরেক দল নিউ ইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে মায়ামি। গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে দলটি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর ম্যাচটি খেলবে তারা।

ম্যাচের আগে ব্যালন ডি’অর ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করবেন মেসি। সেখানে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের পাশাপাশি এমএলএসের কমিশনার ডন গারবার ও ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন জর্জ মাস বক্তব্যও রাখবেন।  এর বাইরেও থাকবে নানা আয়োজন। 

গেল ৩০ অক্টোবর রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর। এ নিয়ে অষ্টমবার পুরস্কারটি জিতলেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোলসহ আসরে মোট ৭ গোল করেন মেসি। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব ‘গোল্ডেন বল’। পিএসজির জার্সিতে দ্বিতীয়বারের মতো জেতেন লিগ ওয়ানের শিরোপা। তাতে সব মিলিয়ে মেসিই এগিয়ে ছিলেন যোজন-যোজন।

এর আগে বিশ্বকাপ জয়ের পর মেসির পালকে কয়েকটি অর্জন যুক্ত হয়। বিবিসির ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব, ২০২৩ সালে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব, ও ফিফার বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতেছেন। সর্বশেষ পুরস্কার হিসেবে পেয়েছেন ব্যালন ডি’অর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়