ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

৬৩ বলে ফখরের সেঞ্চুরির পর বৃষ্টিতে বন্ধ ম্যাচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ৪ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪১, ৪ নভেম্বর ২০২৩
৬৩ বলে ফখরের সেঞ্চুরির পর বৃষ্টিতে বন্ধ ম্যাচ

চলমান বিশ্বকাপে আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। ম্যাচে নিউ জিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৪০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। ফখর জামানের ৬৩ বলের সেঞ্চুরির পর বৃষ্টি বাধায় বন্ধ আছে ম্যাচ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২১.৩ ওভারে এক উইকেটে ১৬০ রান। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ৪০১ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ম্যাচে যদি আর মাঠে না গড়ায় তাহলে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ১০ রানে এগিয়ে থাকার সুবাদে জিতে যাবে পাকিস্তান।

পাকিস্তানের হয়ে রান তাড়া করতে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন আবদুল্লাহ শফিক। এরপর দলকে ভালোভাবে এগিয়ে নিতে থাকেন ফখর জামান ও বাবর আজম। একপ্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফখর। মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করেছেন তিনি। অন্যপ্রান্তে বাবর অপরাজিত আছেন ৪৬ রানে।

এর আগে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে রান পাহাড় গড়েছে নিউ জিল্যান্ড। রাচিন রবীন্দ্র আর অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বড় সংগ্রহ পেয়েছে কিউইরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়