ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ম্যানসিটি-ম্যানইউ’র জয়ের রাতে আর্সেনালের হার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:১৬, ৫ নভেম্বর ২০২৩
ম্যানসিটি-ম্যানইউ’র জয়ের রাতে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতটা ছিল জমজমাট। মাঠে নেমেছিল তিন জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। তাতে ম্যানচেস্টারের দুই দল জয় তুলে নিলেও পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। ম্যানসিটির কাছে ৬-১ গোলের ব্যবধানে উড়ে গেছে বোর্নমাউথ। ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ম্যানইউ। নিউক্যাসলের কাছে ১-০ ব্যবধানে হেরেছে আর্সেনাল।

শনিবার রাতে (৪ অক্টোবর) ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে স্রেফ ঝড় বইয়ে দেয় ম্যানসিটি। ৩০ থেকে ৩৭-সাত মিনিটের ঝড়ে তুলে নেয় তিন গোল। দ্বিতীয়ার্ধে তারা জালের দেখা পেল আরও তিনবার। তাতেই বোর্নমাউথকে উড়িয়ে টেবিলে শীর্ষে উঠে যায় পেপ গার্দিওলার দল। 

ম্যাচে জোড়া গোল করেন বার্নার্দো সিলভা। বাকি চারটি গোল আসে জেরেমি ডোকু, মানুয়েল আকনজি, ফিল ফোডেন ও নাথান আকের পা থেকে।  বোর্নমাউথের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সিনিস্তেরা।

আরো পড়ুন:

রাতের অন্য ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টারের আরেক দল ম্যানচেস্টার ইউনাইটেডও। দুঃসময়ের বৃত্তে ঘুরতে থাকা দলটি ফুলহ্যামকে হারিয়ে স্বস্তির শ্বাস নিতে পারলো। ফুলহ্যামের মাঠে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলকে তিন পয়েন্ট এনে দেন তিনি।

প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের জয়ের রাতে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছে আর্সেনাল। তাদেরকে হারিয়েছে উড়তে থাকা নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচে স্রেফ পানসে ফুটবল উপহার দিয়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। এই সুযোগে ম্যাচের ৪১তম মিনিটে গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেন অ্যান্টোনি গর্ডন।

বর্তমান পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে সিটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার্স ২৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। ২২ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা। ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আটে আছে ম্যানইউ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়