ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

অতীত পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১১, ৫ নভেম্বর ২০২৩  
অতীত পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি বলতে গেলে একই। ইতোমধ্যে তারা বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। তাদের সামনে এখন লক্ষ্য একটাই, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করা।

কিন্তু বিশ্বকাপের মঞ্চে ধুঁকছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সবশেষ ম্যাচে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৫৫ রানে। কিন্তু প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখন বেশ আত্মবিশ্বাসী তারা। কারণ, অতীত পরিসংখ্যান তাদের পক্ষে কথা বলছে। সেটা থেকেই তারা ভালো করার নতুন অনুপ্রেরণা পাচ্ছে।

এ বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে অতীতে আমরা অনেকবার খেলেছি। ভালোও করেছি। তাছাড়া যখনই আমাদের দল খারাপ খেলেছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অনেক উদাহরণ রয়েছে। তাই আমরা আগামীকালকের ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী। আশা করছি আমাদের খেলোয়াড়রা আগামীকাল ভালো করবে এবং সামনে এগিয়ে যাবে।’

এ পর্যন্ত ওয়ানডেতে ৫৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৪২টিতে। বাংলাদেশ জিতেছে মাত্র ৯টিতে। দুটি ম্যাচে কোনো ফল হয়নি।

বিশ্বকাপে বাংলাদেশ এর আগে তিনবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। তিনবারই জিতেছে শ্রীলঙ্কা।

সবশেষ পাঁচবারের দেখায়ও এগিয়ে শ্রীলঙ্কা। তিনবার জিতেছে তারা। বাংলাদেশ জিতেছে দুইবার।

এবার বাংলাদেশের সামনে সুযোগ ব্যবধান কমানোর। আর শ্রীলঙ্কার সামনে বাড়ানোর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়