ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

ঘরের মাঠে ভায়োকানোর কাছে হোঁচট খেলো রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৬ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:০৮, ৬ নভেম্বর ২০২৩
ঘরের মাঠে ভায়োকানোর কাছে হোঁচট খেলো রিয়াল

বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিলো রিয়াল মাদ্রিদ। সুখস্মৃতি নিয়েই লা লিগায় রায়ো ভায়োকানোর মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে সেটা ধরে রাখতে পারলো না। রিয়ালের ঘরের মাঠেই তাদেরকে রুখে দিয়েছে ভায়োকানো। গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছে রিয়াল।

রোববার (৫ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য ধরে রাখে রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটেই দারুণ একটি সুযোগ পেয়ে যান ফেদে ভালভার্দে। তবে গোল হয়নি। বল নিয়ে তাকে আসতে দেখে এগিয়ে সেই প্রচেষ্টা রুখে দেন ভায়োকানোর গোলরক্ষক।

এরপর ম্যাচের ৩১তম মিনিটে আবার সুযোগ পায় রিয়াল। তবে বক্সের ভেতর থেকেও বল উড়িয়ে বাইরে মারেন ফ্রান গার্সিয়া। ৩৯তম মিনিটে বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে ভিনিসিউসের কাট-ব্যাকে হোসেলুর শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন সফরকারী গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ দিকে গোল পেতেও পারতেন জুড বেলিংহ্যাম। তবে ইংলিশ মিডফিল্ডারের শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়। তাতে গোলশূন্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে রিয়াল। তবে মিসের মহড়ায় গোল পাওয়া হয়নি। ৫৪তম মিনিটে ভালভার্দের শট আটকে দেন ভায়োকানো গোলরক্ষক। ৬৭তম মিনিটে হোসেলুর অফসাইডের কারণে বল জালে পাঠিয়েও হতাশায় পুড়তে হয় ভিনিসিউসকে। 

৭০তম মিনিটে মদ্রিচের বদলি হিসেবে নামা রদ্রিগোর শট গোলরক্ষককে ফাঁকি দিলেও দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। শেষ দিকে ভাইয়েকানোর ওপর চাপ বাড়ায় রেয়াল। দুই দলের খেলোয়াড়দের মাঝে কয়েক দফা উত্তেজনাও ছড়ায়, কিন্তু গোল নামের সোনার হরিণের আর দেখা মেলেনি।

এই ড্রতে ১২ ম্যাচে ৯ জয়ে ১ হার আর ২ ড্র মিলিয়ে ২৯ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে জিরোনা। ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। ১৮ পয়েন্ট নিয়ে ভায়োকানো আছে নবম স্থানে।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়