ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

‘ম্যাথুজের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ভালো নয়’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৬ নভেম্বর ২০২৩  
‘ম্যাথুজের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ভালো নয়’

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে, অন্য প্রান্তে চারিথ আসালঙ্কা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন দলকে। তখনই অনাকাঙ্ক্ষিত ‘টাইমড আউটে’র শিকার হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সাদিরা সামারাবিক্রমার পর কোনো বল না খেলেই ম্যাথুজের এমন আউট হওয়া মানতে পারছেন না আসালঙ্কা। তার মতে এমন আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ভালো নয়।

‘আমার পয়েন্ট হলো ম্যাথুজের আউট ক্রিকেটের স্পিরিটের জন্য ভালো নয়।’

আরো পড়ুন:

সাকিবের বলে সামারাবিক্রমা ৩টা ৪৯ মিনিটে আউট হয়েছিলেন। এমসিসির আইন অনুযায়ী, পরের ২ মিনিটে নতুন ব্যাটসম্যান ম্যাথুজকে পরের বল খেলতে হতো। কিন্তু হেলমেটের উটকো ঝামেলায় খেলতে পারেননি। বাংলাদেশ সেই সুযোগটি নিয়ে ম্যাথুজের আউটের আবেদন করে। আম্পায়ার সাড়া দিলে ম্যাথুজের মাঠ ছাড়া ব্যতীত কোনো উপায় ছিল না।  

ইনিংস বিরতিতে এই আউটকে স্পিরিটের পরিপন্থি হিসেবে প্রতিক্রিয়া দিয়েছেন আসালাঙ্কা। লঙ্কান ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন তিনি। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। টস হেরে ব্যাটিং করতে নেমে তার সেঞ্চুরিতে (১০৮) ভর করে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। 

ঢাকা/রিয়াদ 
 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়