ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

আইসিসির অক্টোবর সেরার তালিকায় বাংলাদেশের নাহিদা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫২, ৭ নভেম্বর ২০২৩
আইসিসির অক্টোবর সেরার তালিকায় বাংলাদেশের নাহিদা

আইসিসির অক্টোবর মাসের সেরা নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ পুরস্কারের জন্য তার সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন নিউ জিল্যান্ডের এমিলিয়া কার ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।  

গেল মাসে ঘরের মাঠে বল হাতে পাকিস্তানের বিপক্ষে দারুণ করেছেন নাহিদা। টি-টোয়েন্টি সিরিজে কিপটে বোলিংয়ে রেকর্ডও গড়েন। সিরিজ জয়ে রেখেছেন বড় অবদান। সিরিজ সেরা হওয়ার পর এবার তিনি জায়গা করে নিলেন মাস সেরার লড়াইয়ে।

চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ৮ উইকেট নেন নাহিদা। প্রথম ম্যাচে ৪ ওভারের কোটায় ৮ রানে ৫ উইকেট নিয়ে গড়েন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড। পরের দুই ম্যাচে আরও ৩ উইকেট দখল করেন এই বাঁহাতি স্পিনার।

আরো পড়ুন:

এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেন ম্যাথুজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলেন যথাক্রমে ৯৯*, ১৩২ ও ৭৯ রানের ইনিংস। বল হাতেও নেন ৩ উইকেট। পরে ওয়ানডে সিরিজের দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ২৩ রান।

নিউ জিল্যান্ডের এমিলিয়া কার দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সমানে আলো ছড়িয়েছেন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত সেঞ্চুরির সঙ্গে বল হাতেও নেন ২ উইকেট। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে করেন যথাক্রমে অপরাজিত ৭০ ও ৬১ রান। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়