ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ম্যাক্সওয়েলের দুর্দান্ত সেঞ্চুরি
আফগানিস্তানের ছুড়ে দেওয়া ২৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ৯১ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। তাকে দারুণ সঙ্গ দেন প্যাট কামিন্স।
অধিনায়কের সঙ্গ পেয়ে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। স্কোরবোর্ডে রান নেই, স্বীকৃত কোনো ব্যাটসম্যান নেই— এগুলো থোরাই কেয়ার করে ব্যাটকে তলোয়ার বানিয়ে চালাতে থাকলেন অবিরাম। ৫১ বলে ৭ চারে করেন ফিফটি। এরপর ৭৬ বলে ১০টি চার ও ৩ ছক্কায় পূর্ণ করেন এবারের বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।
এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। আজও খুনে মেজাজে ব্যাটিং করছেন তিনি। তার ব্যাটে ভর করে আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০৪ বলে ১৮টি চার ও ৫ ছক্কায় ১৫৫ রানে অপরাজিত আছেন তিনি। ধ্বংসস্তূপ থেকে অস্ট্রেলিয়াকে জয় উপহার দিতে পারেন কিনা দেখার বিষয়।
ঢাকা/আমিনুল